লোয়ার অর্ডারদের প্রতি কৃতজ্ঞ মিরাজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ২২: ০০

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটিং ও বোলিংয়ে অনন্য পারফরম্যান্স শো করলেন মেহেদী হাসান মিরাজ। সিলেট টেস্টে দুই ইনিংসে পাঁচটি করে উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। যদিও দলের হারের তার সেই কীর্তি ম্লান হয়ে যায়। তবে চট্টগ্রামেও জ্বলে উঠলেন মিরাজ। এবার অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। বল হাতে আবারও ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন। তার অলরাউন্ড পারফরম্যান্সে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন মিরাজ।

ম্যাচ শেষে এই অলরাউন্ডার বলেন, ‘আমার দারুণ লাগছে। আমরা প্রথম ম্যাচে হেরে গিয়েছিলাম। এই ম্যাচটি জিততে হতো আমাদের। এই ম্যাচের জন্য মুখিয়ে ছিলেন ছেলেরা, প্রতিজ্ঞা ছিল। আমরা একটি দল হয়ে খেলেছি।’ চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিলেন মিরাজ। তবে সাত নম্বরে নেমে সেঞ্চুরি পূর্ণ করা সহজ কাজ নয়। অবশ্য মিরাজকে সেই কঠিন কাজটি সহজ করে দিলেন লোয়ার অর্ডার ব্যাটাররা। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ মিরাজ, ‘তাইজুল আমাকে সাপোর্ট করেছে। তানজিম ও হাসান মাহমুদ দারুণ খেলেছে। সেঞ্চুরি পাওয়ার সুযোগ করে দিয়েছেন তারা।’ ২০১৬ সাল থেকে টেস্ট ক্রিকেট খেলছেন মিরাজ। এ নিয়ে ৫৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে তার। এই অলরাউন্ডার জানান, ‘আমাদের দলে অনেক সিনিয়র খেলোয়াড় আছেন। এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, তারা সহায়তা করেন। তারা অনেক অভিজ্ঞ। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে খেলতে পারি, তাহলে অবশ্যই আমরা খুব ভালো দল।’ মিরাজ আরো বলেন, ‘আমি অনেক বছর ধরে খেলছি। মুশফিক ভাই ২০ বছর ধরে খেলছেন, মুমিনুল, শান্ত আর আমি- আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। সবাই আমাদের সমর্থন করেছেন ও সহযোগিতা করেছেন।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম টেস্টে ১০৪ রানের ইনিংস খেলার পাশাপাশি ইনিংসে ৫ উইকেট শিকার করেন মিরাজ। এতে সাকিব আল হাসানকে ছাড়িয়ে কিংবদন্তিদের কাতারে নাম লেখালেন মিরাজ। একই সিরিজে ম্যাচে ১০ উইকেট ও সেঞ্চুরি করা বিশ্বের সপ্তম ক্রিকেটার হলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এর আগে ইয়ান বোথাম তিনবার, ইমরান খান ও ওয়াসিম আকরাম দুইবার এবং টনি গ্রেগ, স্যার রিচার্ড হ্যাডলি ও সাকিব একবার করে এমন কীর্তি দেখিয়েছেন।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত