৭১ রানে নেই বাংলাদেশের ৭ উইকেট

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২১ মে ২০২৫, ২১: ৪৭
আপডেট : ২১ মে ২০২৫, ২৩: ০১
লিটৈন দাস, ছবি: বিসিবি

শুরুতেই দুর্দান্ত বোলিং শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। তাতে ব্যাট হাতে নেমে প্রচণ্ড চাপে পড়ে গেছে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে ৭১ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারী টাইগাররা।

বিজ্ঞাপন

ওপেনার তানজিদ হাসান তামিম কোনোমতে ৪০ রানের ইনিংস খেলেছেন। আর লিটন দাস দলীয় স্কোরে যোগ করেছেন ১৪ রান। বাকি ব্যাটসম্যানরা ফিরে গেছেন সিঙ্গেল ডিজিটে। পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেন রানের খাতাই খুলতে পারেননি। শামিম হোসেন পাটোয়ারী ৯ ও মেহেদী হাসানের ব্যাট ছুঁ এসেছে মাত্র ২ রান।

তার আগে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক দলের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান। তিন পরিবর্তন নিয়ে শেষ টি-টোয়েন্টিতে খেলতে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম ও নাহিদ রানা। একাদশে ফেরানো হয়েছে পারভেজ হোসেন ইমন, মাহেদি হাসান ও হাসান মাহমুদকে।

২৭ রানের জয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। যদিও নাটকীয়তার পর দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে হেরে যায় লিটনরা। তাই আজকের ম্যাচটি দুই দলের জন্য অলিখিত ফাইনাল। আজ যারা জিতবে সিরিজ জিতবে তারাই।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

আরব আমিরাত একাদশ: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), জোহাইব খান, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাসার, মতিউল্লাহ খান, হায়দার আলী, সাগির খান, ইথান কার্ল ডি সুজা ও আকিফ রাজা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত