ফিল হিউজের স্মৃতি ফেরালেন ১৭ বছরের অস্টিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২০: ৫০

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের কথা কারোই স্মৃতিভ্রষ্ট হওয়ার কথা নয়। শেফিল্ড শিল্ডে বলের আঘাতে পরপারে চলে যাওয়া এই অজি ক্রিকেটারের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলেন দেশটির ১৭ বছরের কিশোর বেন অস্টিন। মেলবোর্নে অনুশীলনের সময় ক্রিকেট বলের আঘাতে মারা গেছেন অস্টিন। অনুশীলনের সময় বল লঞ্চার দিয়ে ছোড়া বল সরাসরি তার ঘাড়ে আঘাত করে। মাথায় হেলমেট থাকলেও ঘাড়ে কোনো সুরক্ষাব্যবস্থা ছিল না।

এ ঘটনা ঘটেছে মঙ্গলবার। স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছান জরুরি সেবাকর্মীরা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়; কিন্তু বাঁচানো যায়নি। গতকাল তার মৃত্যু হয়। এই কিশোরের মৃত্যুতে শোকাহত গোটা দেশ।

বিজ্ঞাপন

বেনের বাবা জেস অস্টিন বলেন, ‘পরিবারের সবাই আমাদের প্রিয় বেনকে হারিয়ে ভীষণভাবে ভেঙে পড়েছে। বেন ছিল স্নেহের সন্তান, কুপার আর জ্যাকের প্রিয় ভাই, আর আমাদের পরিবার ও বন্ধুদের জীবনের এক উজ্জ্বল আলোকবর্তিকা। এ দুর্ঘটনা আমাদের কাছ থেকে বেনকে কেড়ে নিয়েছে। তবে সান্ত্বনা এই যে, সে যা সবচেয়ে ভালোবাসত, মৃত্যুর সময় সেটাই করছিল।’

এ ঘটনায় এক বিবৃতিতে শোক প্রকাশ করেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স, ‘ভিক্টোরিয়া এবং গোটা অস্ট্রেলিয়ার ক্রিকেট পরিবার এই শোকে একত্রিত হয়েছে। এই ক্ষতি দীর্ঘদিন আমাদের মনে থেকে যাবে। বেন ছিল প্রতিভাবান খেলোয়াড়, সবার প্রিয় সতীর্থ ও অধিনায়ক, যাকে মেলবোর্নের দক্ষিণ-পূর্বাঞ্চলের অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের সবাই চিনত। এমন এক তরুণকে হারানো ভীষণ হৃদয়বিদারক। যে তার প্রিয় খেলাই খেলছিল।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত