আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নটর ডেম কলেজ, ঢাকা প্রাঙ্গণে শুরু হচ্ছে নবম জাতীয় দাবা উৎসব। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। এই উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ব্যক্তিগত ও দলীয় দাবা প্রতিযোগিতা, যা দেশব্যাপী দাবাপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
উৎসবের প্রথম দিন আয়োজিত হবে ফিদে রেটেড দাবা প্রতিযোগিতা। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় থাকবে বাংলাদেশ দাবা ফেডারেশন।
উক্ত প্রতিযোগিতাগুলোর রেজিস্ট্রেশনের জন্য আগ্রহী প্রতিযোগীদের নটর ডেম চেস ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এই জাতীয় দাবা উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক আমার দেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

