বিশ্বকাপ ফুটবল মানেই উন্মাদনা আর রোমাঞ্চের জোয়ার। সেই জোয়ারের ঢেউ ছড়িয়ে পড়তে শুরু করে ড্রয়ের দিন থেকেই। আজ সেই মাহেন্দ্রক্ষণ। ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আসর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে আয়োজিত এই আসর। ৩২ দলের বলয় ভেঙে এই আসরে অংশ নেবে ৪৮ দল। ১১ জুন শুরু হতে যাওয়া আসরে বেশির ভাগ দলই ইতোমধ্যে কোয়ালিফাই করেছে। বাকি আছে ছয়টি প্লে-অফ ম্যাচের বিজয়ী। আসরের ড্রকে ঘিরে ফুটবল-সমর্থকদের আগ্রহ তুঙ্গে। ড্রয়ের আগে জেনে নেওয়া যাক আসরের খুঁটিনাটি।
ড্র অনুষ্ঠান কবে, কখন, কোথায়
২০২৬ বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ড্র পরিচালনা করবেন। ড্র শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। ম্যাচ সূচি ঘোষণা করা হবে আগামীকাল শনিবার রাত ১১টায়।
ড্র কীভাবে হবে
মোট চারটি পটে থাকবে ৪৮টি দল। প্রতিটি পটে থাকবে ১২টি করে দল। ড্র শুরু হবে পট-১ দিয়ে। প্রতিনিধিরা প্রতিটি পট থেকে একটি করে বল তোলার মাধ্যমে ‘এ’ থেকে ‘এল’ পর্যন্ত ১২টি গ্রুপ পূরণ করবেন। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল।
কোন দল কোন পটে?
পট-১: শীর্ষ বাছাই ১২ দল
ফিফা র্যাংকিং এবং স্বাগতিক সুবিধা অনুযায়ী পট-১-এ রাখা হয়েছে শীর্ষ ১২ দলকে। এখানে আছে কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি। এদের মধ্যে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে আলাদা ব্র্যাকেটে রাখা হবে। ফিফা জানিয়েছে, চার দলই যদি গ্রুপ সেরা হয়, সেক্ষেত্রে সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হতে হবে না।
পট-২ : ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।
পট-৩ : নরওয়ে, পানামা, মিসর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, দক্ষিণ আফ্রিকা।
পট-৪ : জর্ডান, কেপ ভার্দে, কুরাসাও, ঘানা, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফ বিজয়ী চার দল (এ, বি, সি, ডি), আন্তঃমহাদেশীয় প্লে-অফ বিজয়ী দুই দল (১, ২)।
ছয় দল এখনো বাকি
বিশ্বকাপ ৪৮ দলের হলেও বাছাই শেষে নিশ্চিত হয়েছে ৪২ দল। এখনো ৬ দল বাকি। এই ছয় নিশ্চিত হবে আগামী মার্চে ২২ দলের প্লে-অফ শেষে। এদের মধ্যে চার দল আসবে ইউরোপীয় প্লে-অফ বিজয়ী হিসেবে। বাকি দুদল আসবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে উত্তীর্ণ হয়ে।
প্লে-অফ কারা খেলছে
প্লে-অফের লড়াইয়ে ইউরোপ অঞ্চলে ওয়েলস-বসনিয়া ম্যাচের বিজয়ী খেলবে ইতালি-নর্দার্ন আয়ারল্যান্ড ম্যাচের বিজয়ীর সঙ্গে। ইউক্রেন-সুইডেন ম্যাচের বিজয়ী খেলবে পোল্যান্ড-আলবেনিয়া ম্যাচের বিজয়ীর সঙ্গে। স্লোভাকিয়া–কসোভো ম্যাচের বিজয়ী খেলবে তুর্কিয়ে বা রোমানিয়ার ম্যাচের বিজয়ীর সঙ্গে। চেক প্রজাতন্ত্রÑআয়ারল্যান্ড ম্যাচের বিজয়ী খেলবে ডেনমার্ক বা নর্থ মেসিডোনিয়া ম্যাচের বিজয়ীর সঙ্গে। আন্তঃমহাদেশীয় প্লে-অফে নিউ ক্যালেডোনিয়া ম্যাচের খেলবে জামাইকার সঙ্গে। বলিভিয়া-সুরিনাম ম্যাচের বিজয়ী খেলবে ইরাকের সঙ্গে।
কনফেডারেশন-সংক্রান্ত নিয়ম
কোনো গ্রুপে ইউরোপ ছাড়া একই কনফেডারেশনের দুটি দল রাখা হবে না। যেহেতু ইউরোপ থেকে আসছে ১৬ দল, তাই প্রতিটি গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকতে পারবে।
স্বাগতিকদের গ্রুপ আগে থেকেই নির্ধারিত
আগেই জানানো হয়েছিল তিন স্বাগতিক দেশের গ্রুপ নির্ধারণ করবে ফিফা। সে হিসাবে মেক্সিকো গ্রুপ ‘এ’ , কানাডা গ্রুপ ‘বি’ ও যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’ তে পড়েছে। পট-১-এ থাকা বাকি ৯ দলকে অন্য গ্রুপগুলোয় রাখা হবে।
ইরানের বয়কট
ড্রয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আলোচনা-সমালোচনা চলছে সমানে। কেননা, এশিয়ার দেশ ইরান অনুষ্ঠান বয়কট করেছে। যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিদলের সদস্যদের ভিসা না দেওয়ায় ড্র অনুষ্ঠানে অংশ নিচ্ছে না এশিয়ার দেশটি। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে কর্মকর্তারা নানা বাধার মুখে পড়েছেন।
ড্রয়ের মঞ্চ মাতাবেন যেসব তারকা
ড্রয়ের অনুষ্ঠানে বসতে যাচ্ছে তারকার মেলা। ফাইনাল ড্র অনুষ্ঠানে উপস্থাপনা করবেন সুপারমডেল ও এমি-জয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম, হলিউডের খ্যাতিমান কৌতুক অভিনেতা কেভিন হার্ট এবং অভিনেতা-প্রযোজক ড্যানি রামিরেজ। এছাড়া ফুটবল অঙ্গনের অনেক তারকা-মহাতারকা উপস্থিত থাকবেন।

