স্পোর্টস ডেস্ক
বয়সটা মাত্র ১৭। এত অল্প বয়সেই যেভাবে ফুটবলে জাদু দেখিয়ে যাচ্ছেন লামিনে ইয়ামাল। তাতে স্প্যানিশ এ তরুণ তুর্কি জায়গা করে নিচ্ছেন সবার মনে। তাই তো আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করতে পিছপা হন না অনেকে। ক্রীড়ানুরাগীদের কণ্ঠে শুধুই শোনা যাচ্ছে তার জয়গান। তাদের পথে হেঁটে এবার ইয়ামালের স্তুতি গাইলেন ডেভিড বেকহামও।
সুপারস্টার মেসির সঙ্গে এখনই ইয়ামালের তুলনায় যথেষ্ট আপত্তি রয়েছে বেকহামের। কিন্তু ইয়ামালের মধ্যে নতুন মেসিকে দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের সাবেক এ তারকা ফুটবলার। ইন্টার মিয়ামির এ সহ-মালিক বলেন, ‘আমার মতে, মেসির সঙ্গে কারো তুলনা চলে না। তবে আমার দেখা (ফুটবলারদের মধ্যে) সে মেসির খুব কাছাকাছি। আমার বিশ্বাস, একদিন সে লিওর মতো ভালো খেলোয়াড় হবে।’
মেসি নিজেকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন, সেই উচ্চতায় উঠতে হলে ইয়ামালকে পেরিয়ে যেতে হবে কঠিন পথ। আর এজন্য তার দরকার দীর্ঘ সময়, অধ্যবসায় আর কঠোর পরিশ্রম। বার্সেলোনার ১৭ বছরের ইয়ামালের মাঝে সুপারস্টার মেসিকে ছুঁয়ে ফেলার সামর্থ্যের স্পন্দন দেখতে পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের মাঝ মাঠের সাবেক তারকা বেকহাম।
ইয়ামাল প্রশংসা কুড়িয়েছেন ইন্টার কোচ সিমোনে ইনজাগির কাছ থেকেও। তাই তো তার স্তুতি গেয়ে এ ইতালিয়ান ফুটবল গুরু বলেন, ‘ইয়ামালের মতো ফেনোমেনন প্রতি ৫০ বছরে একবার জন্মায়। আমি অনেক দিন ধরে এমন কিছু দেখিনি।’
বার্সার জার্মান ফুটবল গুরু হান্সি ফ্লিক মনে-প্রাণেই চান ইয়ামাল হয়ে উঠুক ভবিষ্যতের মেসি-রোনালদো। নিজেকে সেই অনন্য উচ্চতায় পৌঁছে দিতে কী কী করতে হবে? কোন পথে হাঁটতে হবে? ইয়ামালকে ফুটবলের চূড়ায় উঠার পথ বাতলে দিয়ে ফ্লিকে বলেন, ‘শুধু প্রতিভাই সব নয়, ইয়ামাল যে ধরনের জিনিয়াস- রোনালদো, মেসি, বড় বড় ফুটবলারের পর্যায়ে যেতে এসবের সঙ্গে কঠোর পরিশ্রমও প্রয়োজন।’
বয়সটা মাত্র ১৭। এত অল্প বয়সেই যেভাবে ফুটবলে জাদু দেখিয়ে যাচ্ছেন লামিনে ইয়ামাল। তাতে স্প্যানিশ এ তরুণ তুর্কি জায়গা করে নিচ্ছেন সবার মনে। তাই তো আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করতে পিছপা হন না অনেকে। ক্রীড়ানুরাগীদের কণ্ঠে শুধুই শোনা যাচ্ছে তার জয়গান। তাদের পথে হেঁটে এবার ইয়ামালের স্তুতি গাইলেন ডেভিড বেকহামও।
সুপারস্টার মেসির সঙ্গে এখনই ইয়ামালের তুলনায় যথেষ্ট আপত্তি রয়েছে বেকহামের। কিন্তু ইয়ামালের মধ্যে নতুন মেসিকে দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের সাবেক এ তারকা ফুটবলার। ইন্টার মিয়ামির এ সহ-মালিক বলেন, ‘আমার মতে, মেসির সঙ্গে কারো তুলনা চলে না। তবে আমার দেখা (ফুটবলারদের মধ্যে) সে মেসির খুব কাছাকাছি। আমার বিশ্বাস, একদিন সে লিওর মতো ভালো খেলোয়াড় হবে।’
মেসি নিজেকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন, সেই উচ্চতায় উঠতে হলে ইয়ামালকে পেরিয়ে যেতে হবে কঠিন পথ। আর এজন্য তার দরকার দীর্ঘ সময়, অধ্যবসায় আর কঠোর পরিশ্রম। বার্সেলোনার ১৭ বছরের ইয়ামালের মাঝে সুপারস্টার মেসিকে ছুঁয়ে ফেলার সামর্থ্যের স্পন্দন দেখতে পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের মাঝ মাঠের সাবেক তারকা বেকহাম।
ইয়ামাল প্রশংসা কুড়িয়েছেন ইন্টার কোচ সিমোনে ইনজাগির কাছ থেকেও। তাই তো তার স্তুতি গেয়ে এ ইতালিয়ান ফুটবল গুরু বলেন, ‘ইয়ামালের মতো ফেনোমেনন প্রতি ৫০ বছরে একবার জন্মায়। আমি অনেক দিন ধরে এমন কিছু দেখিনি।’
বার্সার জার্মান ফুটবল গুরু হান্সি ফ্লিক মনে-প্রাণেই চান ইয়ামাল হয়ে উঠুক ভবিষ্যতের মেসি-রোনালদো। নিজেকে সেই অনন্য উচ্চতায় পৌঁছে দিতে কী কী করতে হবে? কোন পথে হাঁটতে হবে? ইয়ামালকে ফুটবলের চূড়ায় উঠার পথ বাতলে দিয়ে ফ্লিকে বলেন, ‘শুধু প্রতিভাই সব নয়, ইয়ামাল যে ধরনের জিনিয়াস- রোনালদো, মেসি, বড় বড় ফুটবলারের পর্যায়ে যেতে এসবের সঙ্গে কঠোর পরিশ্রমও প্রয়োজন।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৭ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১১ ঘণ্টা আগে