নেপথ্যে ইংরেজি বুঝতে না পারা

মাথা বরাবর বল করেছিলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১৯: ৪৫

২০১৬ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জেতে সানরাইজার্স হায়দরাবাদ। সে আসরে অরেঞ্জ আর্মিদের হয়ে মিলিয়ন ডলারের টুর্নামেন্টে অভিষেক হয় মোস্তাফিজুর রহমানের। অভিষেক আসরে হায়দরাবাদের শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি। এদিক থেকে আইপিএলের ওই আসরটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশি পেসারের জন্য। পাশাপাশি ইংরেজি না বোঝার কারণে সে আসরে কিছুটা বিপাকেও ছিলেন মোস্তাফিজ।

মোস্তাফিজ ইংরেজি না বোঝায় দলের অন্যান্য ক্রিকেটারদের মতো তার সঙ্গে যোগাযোগ করতে সমস্যায় পড়তে হতো হায়দরাবাদের তৎকালীন কোচ টম মুডিকেও। একবার তো হাস্যরসের জন্মই দিয়েছিলেন মোস্তাফিজ। ম্যাচ চলাকালীন ইশারায় তাকে মাথা খাটিয়ে বল করতে বলেন হায়দরাবাদের সে সময়কার অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু মোস্তাফিজ মনে করেছিলেন, তাকে ব্যাটারের মাথা বরাবর বল করতে বলেছেন অধিনায়ক। তাই পরের ডেলিভারিতেই বাউন্সার দেন কাটার মাস্টার।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে মুডি বলেন, ‘এই জায়গাটাতে আপনাকে সাবধান থাকতে হবে। আপনি হয়তো ভাবছেন, যে বার্তা দিয়েছেন সেটা হয়তো ওই নির্দিষ্ট খেলোয়াড় বুঝতে পেরেছে। কিন্তু আপনি যা বলেছেন ওই খেলোয়াড় সেটা পুরোপুরি ভিন্নভাবে নিচ্ছে। নিজের দেশের একজন খেলোয়াড়ের সঙ্গে রসিকতা করা যতোটা সহজ আইপিএলে সেটা নয়।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত