ক্যানসারে আক্রান্ত বিয়র্ন বর্গ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০০

মরণব্যাধি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত সুইডেনের টেনিস কিংবদন্তি বিয়র্ন বর্গ। ১১বার গ্র্যান্ড স্ল্যাম জেতা টেনিসের সাবেক এই নাম্বার ওয়ান ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন। বর্গের আত্মজীবনী ‘হার্টবিটস’-এর কিছু অংশ প্রকাশ হয়ে যাওয়ার পর এই ব্যাপারে জানা যায়।

ক্যানসারের কারণে বছর দুয়েক আগে জীবনদায়ী অস্ত্রোপচার করাতে হয়েছে বর্গকে। এখনো নিয়মিত চেকআপে মধ্যে দিয়ে চলছেন। আত্মজীবনীতে তিনি লিখেছেন, ‘‘ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে বিকল্প কোনও উপায় থাকে না। আমার শরীরে কোনও উপসর্গ ছিল না। রুটিন মাফিক স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে ধরা পড়ে আমার প্রস্টেট ক্যানসার হয়েছে।'

বিজ্ঞাপন

'আমি তখন একদম অ্যাডভান্সড স্টেজে। ক্যানসার ছড়িয়ে পড়ার সম্ভাবনা সব সময় থাকে। ব্যাপারটা বেশ ঝুঁকিপূর্ণ। আপাতত এই ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে। প্রতি ছ’মাস অন্তর স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে। বেশ চিন্তার জীবন কাটাতে হচ্ছে। ভয় আসে। আবার কেটেও যায়। এটাই জীবন। কেউ জানে না, তার জন্য কী অপেক্ষা করছে। তাই প্রতিটা দিন যতটা সম্ভব কাজে লাগানো উচিত।'- যোগ করেন তিনি।

১৯৭৩ সালে পেশাদার টেনিস শুরু বর্গের। ১৯৮৪ সালে অবসর নেন। আবার টেনিসে ফেরেন ১৯৯১ সালে। ১৯৯৩ সালে পাকাপাকি ভাবে অবসর নেন। ছ’বার ফরাসি ওপেন এবং পাঁচ বার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন। দু’বার জিতেছেন ট্যুর ফাইনাল। সুইডেনকে ডেভিস কাপ চ্যাম্পিয়নও করেছেন।

বিষয়:

টেনিস

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত