আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চলছে আইসিসির বোর্ড মিটিং, বাংলাদেশ-ভারত দ্বন্দ্বের সমাধান আজ

স্পোর্টস ডেস্ক

চলছে আইসিসির বোর্ড মিটিং, বাংলাদেশ-ভারত দ্বন্দ্বের সমাধান আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো ধোঁয়াশা চলছে। যার সমাধান হতে পারে আজ। কি আছে বাংলাদেশের ভাগ্যে? এই প্রশ্নের উত্তর মেলাতে চলছে আইসিসির বোর্ড মিটিং। চলমান অচলাবস্থার বিষয়ে সিদ্ধান্ত নিতে আইসিসি বোর্ডের বৈঠক শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এই বৈঠকে আইসিসির সব পূর্ণ সদস্য দেশের পরিচালকরা অংশ নিচ্ছেন। জানা গেছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ ছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুকুহলানি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনাইস, ক্রিকেট নিউজিল্যান্ডের প্রতিনিধি রজার টুইজ, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট সাউথ আফ্রিকার প্রতিনিধি মোহাম্মদ মুসাজি এবং ক্রিকেট আফগানিস্তানের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ।

এ ছাড়া আইসিসি ব্যবস্থাপনার শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে অংশ নিচ্ছেন, যার মধ্যে রয়েছেন সঞ্জোগ গুপ্তা (সিইও), আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং গৌরব সাক্সেনা (জেনারেল ম্যানেজার, ইভেন্টস)। পাশাপাশি দুইজন অ্যাসোসিয়েট মেম্বার পরিচালক মুবারশির উসমানি ও মাহিন্দা ভাল্লিপুরামও বৈঠকে উপস্থিত আছেন।

আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভও বৈঠকে অংশ নিচ্ছেন। গত সপ্তাহে তিনি ঢাকায় এসে বিসিবির সঙ্গে সরাসরি বৈঠক করেন, যাতে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে বিসিবি যে নিরাপত্তা উদ্বেগ বারবার প্রকাশ করেছে, তা আপোষ করার চেষ্টা করা হয়।

এর আগে, বুধবার রাতেই খবর আসে- পিসিবির গভর্নিং বডি বিসিবির দৃঢ় অবস্থানের বিষয়ে সমর্থন দিয়ে আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের প্রতিবেদনে বলা হয়, ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিসিবি শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। বিষয়টি সমাধানের জন্যই এই বৈঠক।

ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ইস্যুতে ভেন্যু কিংবা সূচি পরিবর্তনের সম্ভাবনা কম। গত সপ্তাহে বিসিবির সঙ্গে আইসিসির সর্বশেষ সভায়ও দৃঢ় অবস্থান জানিয়েছে উভয় পক্ষ। বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটাতে একাধিকবার বসলেও আইসিসি ও বিসিবি কেউই তাদের আগের অবস্থান থেকে নড়েনি।

বিশ্বকাপ শুরুরও আর বেশি সময় নেই। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে এই মেগা ইভেন্ট শুরু হবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী লিগ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায়, আরেকটি মুম্বাইয়ে রাখা হয়েছে। সূচি অনুযায়ী ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতায় প্রথম তিনটি ম্যাচ এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে শেষ ম্যাচ খেলবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন