আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সব ধরনের দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি

স্পোর্টস রিপোর্টার

সব ধরনের দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি

বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে সকল ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। অনলাইনে হওয়া এক জরুরি সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি বিসিবি।

এম নাজমুল ইসলাম দুই দফায় ক্রিকেটারদের তোপের মুখে পড়েছেন। প্রথম দফায় ব্যক্তিগত ফেসবুক পোস্টে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে অবহিত করেন তিনি। সে সময় তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানায় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সে সময় ক্ষমা চাননি তিনি।

এরপরে ফের ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্য করেন এম নাজমুল ইসলাম। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের কোন ক্ষতিপূরণ দেওয়া হবে কি না প্রশ্নের জবাবে তিনি জানান, ওরা (ক্রিকেটাররা) খারাপা খেললে ওদের কাছ থেকে কোন ক্ষতিপূরণ নেওয়া হয় না। পাশাপাশি জানান, ক্রিকেট বোর্ড না থাকলে ক্রিকেটার থাকবে না।

এরপরেই কোয়াব এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বয়কটের ডাক দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...