আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ মে ২০২৫, ০১: ০৭
আপডেট : ২২ মে ২০২৫, ০১: ২৬

প্রথম দুই টি-টোয়েন্টিতে রান পাহাড়ে চড়েছিল বাংলাদেশ। তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে জাকের আলী অনিক ও হাসান মাহমুদের কল্যাণে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত ১৬২ রান জড়ো করে ফিল সিমন্সের শিষ্যরা। তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল আরব আমিরাত।

বিজ্ঞাপন

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আরব আমিরাতকে ২৭ রানে হারায় বাংলাদেশ। ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। তাই শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছিল। যেখানে শেষ হাসি হাসল মোহাম্মদ ওয়াসিমের দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৫ বল হাতে রেখেই বাংলাদেশের দেওয়া লক্ষ্যে পৌঁছে যায় আরব আমিরাত। স্বাগতিকদের জয়ের পথে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন আলিশান সারাফু। ৪৭ বলে ৫ চারের পাশাপাশি তিনটি ছয় মারেন তিনি। ২৬ বলে ৪১ রানে অপরাজিত থাকেন আসিফ খান। এই ডানহাতি ব্যাটারের ইনিংস সাজানো ছিল পাঁচটি ছয়ের সাহায্যে। এছাড়া জোহাইব খানের অবদান ২৯ রান। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।

এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন জাকের। ৪০ রান এনে দেন তানজিদ হাসান তামিম। হাসানের ব্যাট থেকে আসে ২৬ রান। শরিফুল করেন ১৬ রান। মাত্র ৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন হায়দার আলী।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৬২/৯ (২০ ওভার); জাকের ৪১, তামিম ৪০, হাসান ২৬; হায়দার ৩/৭

আরব আমিরাত: ১৬৬/৩ (১৯.১ ওভার); সারাফু ৬৮, আসিফ ৪১; শরিফুল ১/২৪

ফল: আরব আমিরাত ৭ উইকেটে জয়ী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত