অস্ট্রেলিয়ার ৪ রানের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৪: ৫৮
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৫: ০৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ২ ওয়ানডে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে অস্ট্রেলিয়া। ২ ম্যাচের কোনোটিতেই ২০০ রান করতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশেষে তৃতীয় একদিনের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। আরেকটু হলে এই সংস্করণে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের দেখা পেয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া।

প্রথম ২ ওয়ানডেতে টানা হেরে দক্ষিণ আফ্রিকার কাছে ট্রফি তুলে দিয়েছে অস্ট্রেলিয়া। তাই শেষ ম্যাচটি আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে। সেই সঙ্গে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন স্বাগতিকদের জন্য। এমন সমীকরণে কুইন্সল্যান্ডে আগে ব্যাট করে ৪৩১ রানের বিশাল পুঁজি পেয়েছে মিচেল মার্শের দল।

বিজ্ঞাপন

ওয়ানডেতে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এই সংস্করণে অজিদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৪৩৪ রান। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সংগ্রহ পায় তারা। তাই আর মাত্র ৪ রানের জন্য নিজেদের ১৯ বছরের পুরনো রেকর্ডটি ভাঙতে পারল না অস্ট্রেলিয়া।

৩ সেঞ্চুরি ও এক ফিফটিতে এই পুঁজি পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে মার্শকে নিয়ে ২৫০ রান তোলেন ট্রাভিস হেড। এই ওপেনার ১৪২ রানে আউট হন। ১০৩ বলে ১৭ চারের পাশাপাশি পাঁচটি ছয় মারেন হেড। ১০০ রান করে বিদায় নেন অধিনায়ক। ১১৮ রানে অপরাজিত থাকেন ক্যামেরুন গ্রিন। এছাড়া অ্যালেক্স ক্যারি অপরাজিত থাকেন ৫০ রানে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত