আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বার্সাকে জেতানোর পথে ইয়ামালের ‘স্বপ্নপূরণ’

স্পোর্টস ডেস্ক

বার্সাকে জেতানোর পথে ইয়ামালের ‘স্বপ্নপূরণ’

প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে এফসি সিউলকে ৭-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে সফরকারীদের হয়ে দুইবার জালের দেখা পান লামিনে ইয়ামাল। কাতালানদের আইকনিক জার্সিতে প্রথমবারের মতো গোল করে স্বপ্নপূরণের আনন্দে ভাসছেন এই স্প্যানিশ ফুটবলার।

অষ্টম মিনিটে রবার্ট লেভানডফস্কি বার্সাকে এগিয়ে নেওয়ার পর ১৪ মিনিটে ব্যবধান বাড়ান ইয়ামাল। প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন এই উইঙ্গার।

বিজ্ঞাপন

কিছুদিন আগে নিজেদের নতুন ১০ নম্বর জার্সির মালিক হিসেবে ইয়ামালের নাম ঘোষণা করে বার্সা। এরপর গত ২৭ জুলাই ভিজেল কোবের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো এই জার্সি পরে মাঠে নামেন ইয়ামাল। সেদিন গোল করতে পারেননি। যদিও ১০ নম্বর জার্সি পরে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হলো না তাকে।

ম্যাচ শেষে ইয়ামাল বলেন, ’১০ নম্বর জার্সি পরে আমি প্রথমবারের মতো গোল করলাম। এজন্য আমি অনেক খুশি। এই জার্সি পরে খেলা ও গোল করার স্বপ্ন আমি ছোটবেলা থেকেই দেখতাম। এটা খুবই স্পেশাল একটি জার্সি। দলের জয়ে অবদান রাখতে পারায় আমি খুশি।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে ইয়ামাল বলেন, ‘মাঠে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশে প্রতিটি ম্যাচেই ভক্তরা সমর্থন দেয়। আশা কারি আমাদের আসন্ন মৌসুমটাও দারুণ যাবে। আমরা অনেক শিরোপা জিততে চাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...