ভারতের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। এ কারণে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ক্রিকেট স্কটল্যান্ডকে আশ্বস্ত করেছে আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠার আগেই তাদের খেলোয়াড়দের ভারতের ভিসার ব্যবস্থা করবে। তবে পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরিফের ভিসা নিয়ে জটিলতা দেখা দিতে পারে। তার প্রাপ্তির জন্য ক্রিকেট স্কটল্যান্ডের ভরসা এখন আইসিসি।
চলতি সপ্তাহের শেষ দিকে ভারতের উদ্দেশে স্কটল্যান্ড ছাড়বে ইউরোপিয়ান ক্রিকেট দলটি। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরায় পাকিস্তানের নাগরিক তো অবশ্যই, এমনকি পাকিস্তানি বংশোদ্ভূতদেরও ভারতীয় ভিসা পেতে বেশ বেগ পেতে হচ্ছে। এবারের বিশ্বকাপে অংশ নিতে যাওয়া কয়েকটি দলের বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে এমন সমস্যার মুখোমুখি হয়েছেন।
কিন্তু ক্রিকেট স্কটল্যান্ড সময়মতো সাফিয়ান শরিফের ভিসা পাওয়ার বিষয়ে আশাবাদী। পাকিস্তানি বাবা ও ব্রিটিশ-পাকিস্তানি মায়ের ঘরে হাডার্সফিল্ডে জন্মেছেন শরিফ। তিনি স্কটল্যান্ডে পাড়ি জমান সাত বছর বয়সে। কলকাতায় ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের আগেই তার ভারতীয় ভিসা পেতে আশাবাদী ক্রিকেট স্কটল্যান্ড।
ভারতের ভিসা পাওয়া নিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুড লিন্ডব্লেড বলেন, ‘আমরা সবাই আইসিসির সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেন এটি করা সম্ভব হয়। ভিসার বিষয়টা সব সময়ই কিছুটা অনিশ্চয়তা থাকে এবং সময়সীমা তিনদিন হোক বা ৪৫ দিন, তাতে কোনো প্রভাব পড়ে না।’
ট্রুড লিন্ডব্লেন্ড সঙ্গে আরো যোগ করে বলেন, ‘আইসিসি আমাদের শুধু সেই বিষয়গুলোর নিশ্চয়তা দিতে পারে, যেগুলো তাদের নিয়ন্ত্রণের মধ্যে, আর অবশ্যই যেসব বিষয় তারা নিয়ন্ত্রণ করছে, সেই বিষয়ে আমরা তাদের সঙ্গে কাজ করছি এবং স্পষ্টতই তারা সেখানে স্থানীয় কর্তৃপক্ষ ও বিসিসিআইয়ের সঙ্গে কাজ করছে, যাতে আমরা আমাদের প্রয়োজনীয় সব সহায়তা পেতে পারি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

