আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রীলঙ্কায় জুনিয়র গলফে মানবীরের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কায় জুনিয়র গলফে মানবীরের ইতিহাস

শ্রীলঙ্কায় জুনিয়র গলফ টুর্নামেন্টে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের সৈয়দ মাহদি মানবীর (শান্ত)। আজ বৃহস্পতিবার ফ্যালডো সিরিজ বয়েস ১১-১২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন এই গলফার।

রয়্যাল কলম্বো গলফ ক্লাবে পারের চেয়ে ১০ শট কম খেলে শিরোপা জিতেছেন মানবীর। রানার্সআপ হওয়া তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতের ভিভান সিং পারের চেয়ে তিন শট কম খেলেন।

বিজ্ঞাপন

তিন দিনব্যাপী হওয়া টুর্নামেন্টে গলফ কোর্সে দাপট দেখান মানবীর। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে বয়সভিত্তিক ফ্যালডো সিরিজ জিতেছেন এই খুদে গলফার।

এই জয়ে ২০২৬ ফ্যালডো ফিউচার্স গ্র্যান্ড ফাইনালে খেলার যোগ্যতাও অর্জন করলেন এই বাংলাদেশি। চলতি বছর যুক্তরাজ্যের দ্য বেলফ্রিতে হবে এই বৈশ্বিক টুর্নামেন্ট। ধৈর্য ও কৌশলে বিশ্বাসী ছিলেন বলেই এমন ঐতিহাসিক সাফল্য পেয়েছেন মানবীর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...