মেসিকে বিশ্বকাপে দেখছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০২: ০০

২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা- বিষয়টি নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি লিওনেল মেসি। যদিও বিষয়টি নিয়ে বিভিন্ন সময় নিজেদের মতামত জানিয়েছেন বর্তমান সাবেক ফুটবলাররা। সবশেষ ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও জানালেন- মেসিকে ২০২৬ বিশ্বকাপে দেখছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘মেসি ২০২৬ বিশ্বকাপে খেললে দারুণ হবে। আমরা যারা ওর খেলা দেখতে পছন্দ করি তাদের জন্য ভালো অভিজ্ঞতা হবে। সে দারুণ ফর্মে আছে। আশা করি বিশ্বকাপেও আমরা ওর সেই ছন্দ দেখতে পাবো।’

বিজ্ঞাপন

মেসির ফর্ম নিয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলার আরো বলেন, ‘ক্লাব বিশ্বকাপে মেসির খেলা দেখে মনে হয়েছে তার মধ্যে ভালো খেলার সেই ব্যাপারটি এখনো আছে। যতবারই সে বল পেয়েছে, ততোবারই মাঠে রোমাঞ্চকর মুহূর্তের তৈরি হয়েছে। সে ফুটবল ভালো বুঝে। সতীর্থদের বলে দেয় কিভাবে খেলতে হয়।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত