স্পোর্টস ডেস্ক
পর্দা নেমেছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে। বুন্দেসলিগা ও ফরাসি লিগ ওয়ান অবশ্য আগেই শেষ হয়েছে। গত রোববার রাতে শেষ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও ইতালিয়ান সিরি ‘এ’। লিগ মৌসুমের শেষ দিনে চ্যাম্পিয়নস লিগের ভাগ্য নির্ধারণ হয়েছে লিগগুলোতে। মৌসুম শেষে কারা জায়গা করে নিল চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগে। আর কাদের অবনমন হয়েছে লিগ থেকে। সেই নিয়ে আজকের এই আয়োজন-
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিভারপুল শিরোপা জিতে নিয়েছে চার ম্যাচ বাকি থাকতেই। শেষ ম্যাচে চ্যাম্পিয়নদের ১-১ গোলে রুখে দিয়েছে ক্রিস্টাল প্যালেস। তবে প্রিমিয়ার লিগের উত্তেজনা কিন্তু একটুও কমেনি। লিগ মৌসুমের শেষ দিনে চ্যাম্পিয়নস লিগের টিকিট কাটার লড়াই ছিল জমজমাট। সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল। লিগে নিজেদের শেষ ম্যাচে ফুলহামকে ২-০ গোলে হারিয়ে ইউরোপের সেরাদের আসরের টিকিট কেটেছে সিটি। নটিংহ্যাম ফরেস্টকে ১-০ ব্যবধানে ধরাশায়ী করে চ্যাম্পিয়নস লিগে সিটির সঙ্গী হয়েছে স্টামফোর্ড ব্রিজ শিবির। অন্যদিকে এভারটনের কাছে ১-০ গোলে হেরেও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এলিট আসরে জায়গা করে নিয়েছে নিউক্যাসল। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ লাল কার্ড দেখায় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হার মানে অ্যাস্টন ভিলা। তাতে মার্টিনেজদের কপালে জুটেছে ইউরোপা লিগের টিকিট। আর ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের নাম লিখেছে টটেনহাম হটস্পার। শেষ ম্যাচে অবশ্য ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্পার শিবির। আর রানার্স আপ আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে।
চ্যাম্পিয়নস লিগ: লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউক্যাসল ও টটেনহাম হটস্পার (ইউরোপা লিগ জয়ী)।
ইউরোপা লিগ: অ্যাস্টন ভিলা ও ক্রিস্টাল প্যালেস (এফএ কাপ জয়ী)।
কনফারেন্স লিগ: নটিংহাম ফরেস্ট।
অবনমন: লেস্টার সিটি, ইপস উইচ ও সাউদাম্পটন।
লা লিগা
স্প্যানিশ লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। বছরের শেষ এল ক্লাসিকোতে হেরে মূলত পিছিয়ে পড়েছিল কাতালানদের চিরশত্রু রিয়াল মাদ্রিদ। আর ঘুরে দাঁড়াতে পারেনি সান্তিয়াগো বার্নাব্যু শিবির। লা লিগায় নিজেদের শেষ ম্যাচে রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে উড়িয়েছে ব্লুগ্রানা শিবির। আর অ্যাটলেটিকো মাদ্রিদ ৪-০ গোলে ধসিয়ে দিয়েছে জিরোনাকে।
চ্যাম্পিয়নস লিগ: বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও এবং ভিয়ারিয়াল।
ইউরোপা লিগ: রিয়াল বেতিস ও সেলতা ভিগো।
কনফারেন্স লিগ: রায়ো ভায়েকানো।
অবনমন: লেগানেস, লাস পালমাস ও রিয়াল ভ্যালাদোলিদ।
বুন্দেসলিগা
লেভারকুসেন শিরোপা জয়ের লড়াইয়ে পেরে উঠেনি। এক মৌসুম বিরতি দিয়ে ট্রফি পুনরুদ্ধার করেছে বায়ার্ন মিউনিখ। আর ফ্রেইবুর্গকে হতাশ করে চ্যাম্পিয়নস লিগে নিজেদের নাম লিখেছে বরুসিয়া ডর্টমুন্ড।
চ্যাম্পিয়নস লিগ: বায়ার্ন মিউনিখ, বায়ার লেভারকুসেন, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও বরুসিয়া ডর্টমুন্ড।
ইউরোপা লিগ: ফ্রেইবুর্গ ও স্টুটগার্ট (জার্মান কাপ জয়ী)।
কনফারেন্স লিগ: মেইঞ্জ।
অবনমন: হোলস্টেইন কিয়েল ও বোচুম।
ইতালিয়ান সিরি ‘এ’
শেষ দিনে ইন্টার মিলানকে হতাশ করে ইতালিয়ান লিগের শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব নাপোলি। লড়াইয়ে থেকে আটালান্টা পারেনি শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিতে। শেষ দিনে জুভেন্তাস ৩-২ গোলে ধরাশায়ী করেছে ভেনেজিয়াকে।
চ্যাম্পিয়নস লিগ: নাপোলি, ইন্টার মিলান, আটালান্টা ও জুভেন্তাস।
ইউরোপা লিগ: এএস রোমা ও বোলোনিয়া (কোপা ইতালিয়া জয়ী)।
কনফারেন্স লিগ: ফিওরেন্তিনা।
অবনমন: এম্পোলি, ভেনেজিয়া ও মনজা।
ফরাসি লিগ ওয়ান
চ্যাম্পিয়ন হয়েছে অপ্রতিরোধ্য প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অন্য কোনো দল পাত্তাই পায়নি শিরোপা জয়ের দৌড়ে। চ্যাম্পিয়নস লিগে উঠার লড়াই শেষে হেসেছে মার্সেই ও মোনাকো। নিস চ্যাম্পিয়নস লিগ কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে। লড়াইয়ে টিকতে না পেরে লিল চলে গেছে ইউরোপা লিগে।
চ্যাম্পিয়নস লিগ: পিএসজি, অলিম্পিক মার্সেই, মোনাকো, নিস (কোয়ালিফাইয়ার)
ইউরোপা লিগ: লিল ও অলিম্পিক লিঁও।
কনফারেন্স লিগ: স্ত্রাসবুর্গ।
অবনমন: সেন্ট এতিয়েন্নে ও মন্তেপেলিয়ার।
শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা
খেলোয়াড় লিগ দল ম্যাচ গোল
মোহামেদ সালাহ প্রিমিয়ার লিগ লিভারপুল ৩৮ ২৯
কিলিয়ান এমবাপ্পে লা লিগা রিয়াল মাদ্রিদ ৩৪ ৩১
মাতেও রেতেগুই সিরি ‘এ’ আটালান্টা ৩৬ ২৫
হ্যারি কেইন বুন্দেসলিগা বায়ার্ন মিউনিখ ৩১ ২৬
উসমান দেম্বেলে ফরাসি লিগ ওয়ান পিএসজি ২৯ ২১
শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ অ্যাসিস্ট
খেলোয়াড় লিগ দল ম্যাচ গোল
মোহামেদ সালাহ প্রিমিয়ার লিগ লিভারপুল ৩৮ ১৮
লামিনে ইয়ামাল লা লিগা বার্সেলোনা ৩৫ ১৩
রোমেলু লুকাকু সিরি ‘এ’ নাপোলি ৩৬ ১০
মাইকেল ওলিস বুন্দেসলিগা বায়ার্ন মিউনিখ ৩৪ ১৫
গায়েতান পেরিন ফরাসি লিগ ওয়ান অক্সেরে ৩৪ ১১
পর্দা নেমেছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে। বুন্দেসলিগা ও ফরাসি লিগ ওয়ান অবশ্য আগেই শেষ হয়েছে। গত রোববার রাতে শেষ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও ইতালিয়ান সিরি ‘এ’। লিগ মৌসুমের শেষ দিনে চ্যাম্পিয়নস লিগের ভাগ্য নির্ধারণ হয়েছে লিগগুলোতে। মৌসুম শেষে কারা জায়গা করে নিল চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগে। আর কাদের অবনমন হয়েছে লিগ থেকে। সেই নিয়ে আজকের এই আয়োজন-
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিভারপুল শিরোপা জিতে নিয়েছে চার ম্যাচ বাকি থাকতেই। শেষ ম্যাচে চ্যাম্পিয়নদের ১-১ গোলে রুখে দিয়েছে ক্রিস্টাল প্যালেস। তবে প্রিমিয়ার লিগের উত্তেজনা কিন্তু একটুও কমেনি। লিগ মৌসুমের শেষ দিনে চ্যাম্পিয়নস লিগের টিকিট কাটার লড়াই ছিল জমজমাট। সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল। লিগে নিজেদের শেষ ম্যাচে ফুলহামকে ২-০ গোলে হারিয়ে ইউরোপের সেরাদের আসরের টিকিট কেটেছে সিটি। নটিংহ্যাম ফরেস্টকে ১-০ ব্যবধানে ধরাশায়ী করে চ্যাম্পিয়নস লিগে সিটির সঙ্গী হয়েছে স্টামফোর্ড ব্রিজ শিবির। অন্যদিকে এভারটনের কাছে ১-০ গোলে হেরেও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এলিট আসরে জায়গা করে নিয়েছে নিউক্যাসল। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ লাল কার্ড দেখায় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হার মানে অ্যাস্টন ভিলা। তাতে মার্টিনেজদের কপালে জুটেছে ইউরোপা লিগের টিকিট। আর ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের নাম লিখেছে টটেনহাম হটস্পার। শেষ ম্যাচে অবশ্য ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্পার শিবির। আর রানার্স আপ আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে।
চ্যাম্পিয়নস লিগ: লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউক্যাসল ও টটেনহাম হটস্পার (ইউরোপা লিগ জয়ী)।
ইউরোপা লিগ: অ্যাস্টন ভিলা ও ক্রিস্টাল প্যালেস (এফএ কাপ জয়ী)।
কনফারেন্স লিগ: নটিংহাম ফরেস্ট।
অবনমন: লেস্টার সিটি, ইপস উইচ ও সাউদাম্পটন।
লা লিগা
স্প্যানিশ লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। বছরের শেষ এল ক্লাসিকোতে হেরে মূলত পিছিয়ে পড়েছিল কাতালানদের চিরশত্রু রিয়াল মাদ্রিদ। আর ঘুরে দাঁড়াতে পারেনি সান্তিয়াগো বার্নাব্যু শিবির। লা লিগায় নিজেদের শেষ ম্যাচে রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে উড়িয়েছে ব্লুগ্রানা শিবির। আর অ্যাটলেটিকো মাদ্রিদ ৪-০ গোলে ধসিয়ে দিয়েছে জিরোনাকে।
চ্যাম্পিয়নস লিগ: বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও এবং ভিয়ারিয়াল।
ইউরোপা লিগ: রিয়াল বেতিস ও সেলতা ভিগো।
কনফারেন্স লিগ: রায়ো ভায়েকানো।
অবনমন: লেগানেস, লাস পালমাস ও রিয়াল ভ্যালাদোলিদ।
বুন্দেসলিগা
লেভারকুসেন শিরোপা জয়ের লড়াইয়ে পেরে উঠেনি। এক মৌসুম বিরতি দিয়ে ট্রফি পুনরুদ্ধার করেছে বায়ার্ন মিউনিখ। আর ফ্রেইবুর্গকে হতাশ করে চ্যাম্পিয়নস লিগে নিজেদের নাম লিখেছে বরুসিয়া ডর্টমুন্ড।
চ্যাম্পিয়নস লিগ: বায়ার্ন মিউনিখ, বায়ার লেভারকুসেন, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও বরুসিয়া ডর্টমুন্ড।
ইউরোপা লিগ: ফ্রেইবুর্গ ও স্টুটগার্ট (জার্মান কাপ জয়ী)।
কনফারেন্স লিগ: মেইঞ্জ।
অবনমন: হোলস্টেইন কিয়েল ও বোচুম।
ইতালিয়ান সিরি ‘এ’
শেষ দিনে ইন্টার মিলানকে হতাশ করে ইতালিয়ান লিগের শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব নাপোলি। লড়াইয়ে থেকে আটালান্টা পারেনি শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিতে। শেষ দিনে জুভেন্তাস ৩-২ গোলে ধরাশায়ী করেছে ভেনেজিয়াকে।
চ্যাম্পিয়নস লিগ: নাপোলি, ইন্টার মিলান, আটালান্টা ও জুভেন্তাস।
ইউরোপা লিগ: এএস রোমা ও বোলোনিয়া (কোপা ইতালিয়া জয়ী)।
কনফারেন্স লিগ: ফিওরেন্তিনা।
অবনমন: এম্পোলি, ভেনেজিয়া ও মনজা।
ফরাসি লিগ ওয়ান
চ্যাম্পিয়ন হয়েছে অপ্রতিরোধ্য প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অন্য কোনো দল পাত্তাই পায়নি শিরোপা জয়ের দৌড়ে। চ্যাম্পিয়নস লিগে উঠার লড়াই শেষে হেসেছে মার্সেই ও মোনাকো। নিস চ্যাম্পিয়নস লিগ কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে। লড়াইয়ে টিকতে না পেরে লিল চলে গেছে ইউরোপা লিগে।
চ্যাম্পিয়নস লিগ: পিএসজি, অলিম্পিক মার্সেই, মোনাকো, নিস (কোয়ালিফাইয়ার)
ইউরোপা লিগ: লিল ও অলিম্পিক লিঁও।
কনফারেন্স লিগ: স্ত্রাসবুর্গ।
অবনমন: সেন্ট এতিয়েন্নে ও মন্তেপেলিয়ার।
শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা
খেলোয়াড় লিগ দল ম্যাচ গোল
মোহামেদ সালাহ প্রিমিয়ার লিগ লিভারপুল ৩৮ ২৯
কিলিয়ান এমবাপ্পে লা লিগা রিয়াল মাদ্রিদ ৩৪ ৩১
মাতেও রেতেগুই সিরি ‘এ’ আটালান্টা ৩৬ ২৫
হ্যারি কেইন বুন্দেসলিগা বায়ার্ন মিউনিখ ৩১ ২৬
উসমান দেম্বেলে ফরাসি লিগ ওয়ান পিএসজি ২৯ ২১
শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ অ্যাসিস্ট
খেলোয়াড় লিগ দল ম্যাচ গোল
মোহামেদ সালাহ প্রিমিয়ার লিগ লিভারপুল ৩৮ ১৮
লামিনে ইয়ামাল লা লিগা বার্সেলোনা ৩৫ ১৩
রোমেলু লুকাকু সিরি ‘এ’ নাপোলি ৩৬ ১০
মাইকেল ওলিস বুন্দেসলিগা বায়ার্ন মিউনিখ ৩৪ ১৫
গায়েতান পেরিন ফরাসি লিগ ওয়ান অক্সেরে ৩৪ ১১
৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৪ মিনিট আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
২৮ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১ ঘণ্টা আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগে