বোলাররা কথা রাখলেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১২: ৫৯
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৩: ৪০

গ্রেনাডা টেস্টের প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর বোলারদের কল্যাণে ৩৩ রানের লিড নেয় অতিথিরা। তবুও চাপের মুখে আছে প্যাট কামিন্সের দল।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নাথান লায়ন, কামিন্স, জশ হ্যাজলউডদের বোলিং তোপে পড়ে ২৫৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৭৫ রান করেন ব্র্র্যান্ডন কিং। জন ক্যাম্পবেল এনে দেন ৪০ রান। এছাড়া শামার জোসেফ ২৯, আলজারি জোসেফ ২৭ ও শাই হোপের ব্যাট থেকে আসে ২১ রান।

৭৫ রানে ৩ উইকেট নেন লায়ন। হ্যাজলউড, কামিন্স তুলে নেন দুটি করে উইকেট। লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে আছে অস্ট্রেলিয়া। ১২ রানে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তারা। ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানেই স্যাম কনস্টাস ও উসমান খাজার উইকেট হারায় অজিরা। রানের খাতা খুলতে পারেননি কনস্টাস। ২ রান করে ফেরেন খাজা। ক্যামেরুন গ্রিন ৬ ও লায়ন ২ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার পতন হওয়া দুটি উইকেটই নেন জেডন সিলস। দ্বিতীয় দিন শেষে ৪৫ রানে এগিয়ে আছে সফরকারী দল।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৮৬ ও দ্বিতীয় ইনিংস: ১২/২ (৬ ওভার); গ্রিন ৬*, লায়ন ২*; সিলস ২/৫

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৫৩/১০ (৭৩.২ ওভার); কিং ৭৫, ক্যাম্পবেল ৪০, লায়ন ৩/৭৫

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত