বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের উদ্যোগে আজ শুরু হয়েছে ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট ট্রায়াল ক্যাম্প ২০২৬’। দুদিনের এ ট্রায়াল ক্যাম্পে লক্ষ্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন মেধাবী ও সম্ভাবনাময় ক্রিকেটারদের বাছাই করা।
এই আয়োজনের মূল উদ্দেশ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী একটি শক্তিশালী ও দক্ষ ফিজিক্যালি চ্যালেঞ্জড জাতীয় ক্রিকেট দল গড়ে তোলা। সেই লক্ষ্যকে সামনে রেখে বিসিবির অভিজ্ঞ কোচিং স্টাফ এবং প্রশিক্ষিত ও স্বীকৃত ক্লাসিফায়ারদের নিবিড় পর্যবেক্ষণ ও পেশাদার মূল্যায়নের মাধ্যমে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, কারিগরি দক্ষতা, খেলার কৌশল, ফিটনেস ও মানসিক দৃঢ়তা যাচাই করা হয়। পুরো নির্বাচন প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হচ্ছে।
ট্রায়াল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের চেয়ারম্যান জুলফিকার আলি খান। এ ক্যাম্প নিয়ে তিনি বলেন, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের মূলধারার ক্রীড়াক্ষেত্রে অন্তর্ভুক্ত করা বিসিবির একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং এই ধরনের আয়োজন দেশের ক্রীড়া অঙ্গনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি বাস্তব উদাহরণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

