আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধর্মীয় ইস্যুতে ষড়যন্ত্রের শিকার মোস্তাফিজ : আমিনুল

স্পোর্টস রিপোর্টার

ধর্মীয় ইস্যুতে ষড়যন্ত্রের শিকার মোস্তাফিজ : আমিনুল

আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আটটি আসরে। খেলেছেন পাঁচটি ফ্রাঞ্চাইজির জার্সি গায়ে। মোস্তাফিজুর রহমান এবার প্রস্তুতি নিচ্ছিলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাতানোর। ৯ কোটি ২০ লাখ রুপিতে দেশের তারকা এ পেসারকে দলে ভিড়িয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের দল। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্য এটা ছিল রেকর্ড দর। কিন্তু দুর্ভাগ্য, মাঠে নামার আগেই ফিজকে নিজেদের আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে কেকেআর।

বিজ্ঞাপন

ফ্রাঞ্চাইজিটির কর্তৃপক্ষ এমনটা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ নির্দেশনা পেয়ে। দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো আইপিএল থেকে কাটার মাস্টারকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল। তার জেরে মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে বিসিসিআইকে নির্দেশনা দিয়েছিল ভারত সরকার। আইপিএল থেকে মোস্তাফিজ ছিটকে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আমিনুল হক।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এখন শঙ্কিত ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে। এ নিয়ে আমিনুল বলেন, ‘সামনে বিশ্বকাপ, সেক্ষেত্রে আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে কিন্তু একটা শঙ্কার জায়গা থেকে যায়। সেই শঙ্কার জায়গাটা দ্রুত কাটিয়ে উঠতে, বিষয়টি ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারের যারা দায়িত্বে রয়েছে তাদের কাছে ছেড়ে দিলাম। আপনারা দেখুন দ্রুত সময়ে আলোচনা করে কীভাবে সুরাহা করা যায়।’

ধর্মীয়ভাবে ষড়যন্ত্র তৈরিতে কেউ জড়িত কি না বিসিবিকে এ নিয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন আমিনুল, ‘আইপিএল না খেললে হয়তো মোস্তাফিজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আমাদের দেশ মোস্তাফিজকে যে সম্মান দেয় সেটার ঘাটতি হবে না। মোস্তাফিজ কিন্তু আগেও আইপিএলে খেলেছে, হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে যাদের ষড়যন্ত্রের কারণে বাদ দেওয়া হয়েছে, বিসিবির উচিত তার তদন্ত করা।’

আমিনুল সঙ্গে আরো যোগ করে বলেন, ‘এই যে ধর্মকে টেনে এনে অসাধু চক্র বাংলাদেশ ও ভারতের সম্পর্কে দূরত্ব তৈরির চেষ্টা করছে, সেটার জন্য আমাদের মোস্তাফিজের মতো প্রতিভাবান খেলোয়াড়কে যদি রিলিজ দিয়ে দেওয়া (কলকাতার ঘোষণার আগে) হয়, এটি অবশ্যই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমি অবশ্যই মনে করি, এ নিয়ে তদন্ত করে, খতিয়ে দেখে, এমনটা কেন হয়েছে, তা যেন জাতির সামনে উপস্থাপন করা উচিত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন