চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল

স্পোর্টস রিপোর্টার

ভারত খেলে যাচ্ছে একই দেশের একই ভেন্যুতে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খেলেছে তারা সেমিফাইনালসহ গ্রুপের সব ম্যাচ। এ জন্য ক্রিকেট বিশ্লেষকরা ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছেন গণমাধ্যম থেকে ভার্চুয়াল জগতে। সবাই বলছে একই কথা- স্বাগতিক না হয়েও ঘরের মাঠের সুবিধা নিচ্ছে রোহিত শর্মারা। বিপরীতে করাচি-রাওয়ালপিন্ডি থেকে দুবাই ঘুরে, পরে মধ্যপ্রাচ্য থেকে করাচি হয়ে ফের দুবাই শহরে ফেরা- সব মিলিয়ে ভ্রমণ করে ক্লান্ত-পরিশ্রান্ত নিউজিল্যান্ড। কম তো নয়! ৭ হাজার হাজার কিমি ভ্রমণ করেছে কিউইরা। এ দিক থেকে ভারত কোনো ভ্রমণই করেনি। একই শহরে বসে খেলে যাচ্ছে তারা। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালও খেলবে তারা নিজেদের ‘ঘরের মাঠ’ দুবাইয়ে।
শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বাড়তি সুবিধা প্রাপ্তি নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন সিতানশু কোটাক। ভারতের এ ব্যাটিং কোচও অভিযোগটা ঠিক উড়িয়ে দিলেন প্রধান কোচ গৌতম গম্ভীরের সুরে। দুবাইয়ে সংবাদমাধ্যমের সিতানশু বললেন, ‘আমি তো বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে এবং আমরা কোন সুবিধাটা পেলাম। বাড়তি সুবিধার কোনো ব্যাপার নেই এখানে। সূচি তো অনেক আগেই চূড়ান্ত হয়েছে। ভারত যখন টানা চারটি ম্যাচ জিতেছে, লোকে তখন বাড়তি সুবিধার কথা বলছে।’
ভারত দুবাইয়ের একই স্টেডিয়ামে খেললেও তাদের চারটি ম্যাচ হয়েছে ভিন্ন ভিন্ন চারটি উইকেটে। তাই টুর্নামেনে্টর সূচির দোহাই দিয়ে অভিযোগটা মানতে পারছেন না সিতানশু। বলেন, ‘টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন আছে। কিছুই বদলায়নি। আমরা ফাইনালে পৌঁছে গেছি বলেই লোকে যদি এমন বলা শুরু করে, তাহলে তো খুবই রুঢ় ব্যাপার। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী। বাড়তি সুবিধার কিছু নেই, ভালো খেলেই জিততে হয়।’
অজুহাত না দিয়ে ভালো খেলেই জিততে হয়। সেটাই করতে চায় ভারত। এ নিয়ে সিতানশুর ভাষ্য, ‘জানি নাম কীভাবে এসবের জবাব দিতে হয়। দিনশেষে, ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। ভালো খেলতে না পারলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর বাড়তি সুবিধার কথা বলে লাভ নেই। হ্যাঁ, আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি। কিন্তু খেলা হচ্ছে ভিন্ন উইকেটে। এভাবেই সূচি ঠিক করা হয়েছে। এখানে তো কিছু করার নেই। এমন তো নয় যে, আমরা এখানে আসার পর কন্ডিশন বদলে গিয়েছে।’

ভারত খেলে যাচ্ছে একই দেশের একই ভেন্যুতে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খেলেছে তারা সেমিফাইনালসহ গ্রুপের সব ম্যাচ। এ জন্য ক্রিকেট বিশ্লেষকরা ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছেন গণমাধ্যম থেকে ভার্চুয়াল জগতে। সবাই বলছে একই কথা- স্বাগতিক না হয়েও ঘরের মাঠের সুবিধা নিচ্ছে রোহিত শর্মারা। বিপরীতে করাচি-রাওয়ালপিন্ডি থেকে দুবাই ঘুরে, পরে মধ্যপ্রাচ্য থেকে করাচি হয়ে ফের দুবাই শহরে ফেরা- সব মিলিয়ে ভ্রমণ করে ক্লান্ত-পরিশ্রান্ত নিউজিল্যান্ড। কম তো নয়! ৭ হাজার হাজার কিমি ভ্রমণ করেছে কিউইরা। এ দিক থেকে ভারত কোনো ভ্রমণই করেনি। একই শহরে বসে খেলে যাচ্ছে তারা। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালও খেলবে তারা নিজেদের ‘ঘরের মাঠ’ দুবাইয়ে।
শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বাড়তি সুবিধা প্রাপ্তি নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন সিতানশু কোটাক। ভারতের এ ব্যাটিং কোচও অভিযোগটা ঠিক উড়িয়ে দিলেন প্রধান কোচ গৌতম গম্ভীরের সুরে। দুবাইয়ে সংবাদমাধ্যমের সিতানশু বললেন, ‘আমি তো বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে এবং আমরা কোন সুবিধাটা পেলাম। বাড়তি সুবিধার কোনো ব্যাপার নেই এখানে। সূচি তো অনেক আগেই চূড়ান্ত হয়েছে। ভারত যখন টানা চারটি ম্যাচ জিতেছে, লোকে তখন বাড়তি সুবিধার কথা বলছে।’
ভারত দুবাইয়ের একই স্টেডিয়ামে খেললেও তাদের চারটি ম্যাচ হয়েছে ভিন্ন ভিন্ন চারটি উইকেটে। তাই টুর্নামেনে্টর সূচির দোহাই দিয়ে অভিযোগটা মানতে পারছেন না সিতানশু। বলেন, ‘টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন আছে। কিছুই বদলায়নি। আমরা ফাইনালে পৌঁছে গেছি বলেই লোকে যদি এমন বলা শুরু করে, তাহলে তো খুবই রুঢ় ব্যাপার। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী। বাড়তি সুবিধার কিছু নেই, ভালো খেলেই জিততে হয়।’
অজুহাত না দিয়ে ভালো খেলেই জিততে হয়। সেটাই করতে চায় ভারত। এ নিয়ে সিতানশুর ভাষ্য, ‘জানি নাম কীভাবে এসবের জবাব দিতে হয়। দিনশেষে, ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। ভালো খেলতে না পারলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর বাড়তি সুবিধার কথা বলে লাভ নেই। হ্যাঁ, আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি। কিন্তু খেলা হচ্ছে ভিন্ন উইকেটে। এভাবেই সূচি ঠিক করা হয়েছে। এখানে তো কিছু করার নেই। এমন তো নয় যে, আমরা এখানে আসার পর কন্ডিশন বদলে গিয়েছে।’

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ তাদের সামনে ছিল সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। তবে সেটা হতে দিলেন না ফাহিম আশরাফ-সাইম আইয়ুবরা।
৬ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর ছুটিতে গেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই গত বৃহস্পতিবার থেকে ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ঢাকায় না থাকলেও কোচ কাবরেরার ছকেই দলের অনুশীলন হচ্ছে বলে জানালেন সহকারী কোচ হাসান আল মামুন।
৮ ঘণ্টা আগে
প্রথম দুই টি-টোয়েন্টিতে আগেই হার মেনেছিল বাংলাদেশ। এবার শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতেও মিলল না সান্ত্বনার জয়। ছন্দটা ধরে রেখে এবারও জিতল ওয়েস্ট ইন্ডিজ। জয়টা এসেছে ৫ উইকেটে- ১৯ বল হাতে রেখেই।
৮ ঘণ্টা আগে
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়া বিদায় নিতেই অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ম্যাচশেষে হিলি জানান, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। সে হিসাবে পরবর্তী বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন এই অজি তারকা।
৮ ঘণ্টা আগে