৩২ ইনিংস পর ওপেনিংয়ে সেঞ্চুরি জুটি দেখল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১২: ২১

বিজ্ঞাপন

২০২২ সালে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের ব্যাটে শতরানের জুটি পেয়েছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ ৩২ ইনিংসে আর কোনো সেঞ্চুরি জুটি পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সেই আক্ষেপ ঘুচল সাদমান ইসলাম ও জাকির হাসানের ব্যাটে ভর করে। তাতে প্রথম সেশনে বিনা উইকেটে ১০৫ রান তুলেছে বাংলাদেশ।

আগের দিনের রানের সঙ্গে কোনো রান যোগ না করেই দিনের প্রথম বলেই নিজেদের শেষ উইকেট হারিয়ে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে একদম দিনের শুরুতেই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলামের ব্যাটে দারুণ শুরু পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে সাদমান ৬৬ ও এনামুল হক বিজয় অপরাজিত আছেন ৩৮ রানে। এই সেঞ্চুরি জুটির আগে ২০২২ সালে শান্ত-জাকিরের ব্যাটে হওয়া সেই সেঞ্চুরি জুটিতে বাংলাদেশ তুলেছিল ১২৪ রান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত