রিয়ালের 'শত্রু' ম্যানসিটি, বার্সার প্রতিপক্ষ পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০২: ৪৭

চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে মুখোমুখি রিয়াল মাদ্রিদ খেলবে ম্যানসিটির বিপক্ষে আর বার্সেলোনা মোকাবিলা করবে পিএসজিকে। ৩৬ দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৬ সেপ্টেম্বর। প্রথম পর্ব শেষ হবে ২০২৬ সালের ২৮ জানুয়ারি।

বিজ্ঞাপন

পয়েন্ট তালিকার শীর্ষ ৮টি দল সরাসরি দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটবে। আর নবম থেকে ২৪তম হওয়া ১৬টি দল প্লে-অফ খেলবে। সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে আরো ৮টি দল। ড্র থেকে কে কার প্রতিপক্ষ জেনে নেওয়া যাক এবার।

আর্সেনালের প্রতিপক্ষ : বায়ার্ন, ইন্টার, অ্যাটলেটিকো, ব্রুগা, অলিম্পিয়াকোস, প্রাগ, আলমাতি ও অ্যাথলেটিক।

ম্যানসিটির প্রতিপক্ষ: ডর্টমুন্ড, রিয়াল, লেভারকুসেন, ভিয়ারিয়াল, নাপোলি, বোদো/গ্লিমট, গ্যালাতাসারাই ও মোনাকো।

পিএসজির প্রতিপক্ষ: বায়ার্ন, বার্সেলোনা, আতালান্তা, লেভারকুসেন, টটেনহাম, লিসবন, নিউক্যাসল ও অ্যাথলেটিক।

বার্সেলোনার প্রতিপক্ষ: পিএসজি, চেলসি, ফ্রাঙ্কফুর্ট, ব্রুগা, অলিম্পিয়াকোস, প্রাগ, কোপেনহেগেন ও নিউক্যাসল।

লিভারপুলের প্রতিপক্ষ: রিয়াল, ইন্টার, অ্যাটলেটিকো, ফ্রাঙ্কফুর্ট, পিএসভি, মার্শেই, কারাবাগ ও গ্যালাতাসারাই।

ডর্টমুন্ডের প্রতিপক্ষ: ইন্টার, ম্যানসিটি, ভিয়ারিয়াল, জুভেন্টাস, বোদো/গ্লিমট, টটেনহাম, অ্যাথলেটিক ও কোপেনহেগেন।

ইন্টারের প্রতিপক্ষ: লিভারপুল, ডর্টমুন্ড, আর্সেনাল, অ্যাটলেটিকো, প্রাগ, আয়াক্স, আলমাতি ও সাঁ-জিলোয়া।

রিয়ালের প্রতিপক্ষ: ম্যানসিটি, লিভারপুল, জুভেন্টাস, বেনফিকা, মার্শেই, অলিম্পিয়াকোস, মোনাকো ও আলমাতি।

চেলসির প্রতিপক্ষ: বার্সেলোনা, বায়ার্ন, বেনফিকা, আতালান্তা, আয়াক্স, নাপোলি, পাফোস ও কারাবাগ।

বায়ার্নের প্রতিপক্ষ: চেলসি, পিএসজি, ব্রুগা, আর্সেনাল, লিসবন, পিএসভি, সাঁ-জিলোয়া ও পাফোস।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত