জেতা ম্যাচে রান সংগ্রহে

বাবরের চেয়ে এগিয়ে রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৬: ০০
রোহিত শর্মা-বাবর আজম

রেকর্ড গড়া ছিল বাবর আজমের জন্য সময়ের অপেক্ষা। অনেকটা অবধারিত। রোহিত শর্মাকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে আগেই পৌঁছে গিয়েছিলেন। পাকিস্তানের সাবেক এ অধিনায়কের দরকার ছিল আর মাত্র ৯ রান। গত শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে কাজের কাজটি সেরে ফেলেছেন। প্রোটিয়াদের ৯ উইকেট ধসিয়ে সিরিজে সমতায় ফেরার ম্যাচে ১১ রানে অপরাজিত ছিলেন বাবর। তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন পাকিস্তানের এ তারকা ব্যাটসম্যান। এই রেকর্ডটি এতদিন ছিল ভারতের সাবেক অধিনায়ক রোহিতের দখলে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের রান এখন চার হাজার ২৩৪। আর রোহিতের নামের পাশে রয়েছে চার হাজার ২৩১ রান। তিনে রয়েছেন বিরাট কোহলি। তার সংগ্রহ- চার হাজার ১৮৮ রান।

অন্য একটি রেকর্ডে কিন্তু এখনো রোহিতকে পেছনে ফেলতে পারেননি বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়ী ম্যাচে সর্বাধিক রানের মালিক কিন্তু এখনো এ ভারতীয়। সব মিলিয়ে দেশের হয়ে ১০৪ ইনিংসে তিন হাজার ২৯৬ রান নিজের নামের পাশে যোগ করেছেন ভারতের সাবেক এ উদ্বোধনী ব্যাটসম্যান। জেতা ম্যাচে রোহিতের ব্যাটিং স্ট্রাইক রেট ১৪৩.৪২। এই লিস্টে রোহিতের পরের জায়গাটা দখলে নিয়েছেন তারই সতীর্থ বিরাট কোহলি। ভারতের নীল জার্সি গায়ে ৭৮ ইনিংসে কোহলির সংগ্রহ ২ হাজার ৯৭৯ রান। গড় ৫৯.৫৮। ব্যাটিং স্ট্রাইক রেট ১৩৭.৭৮। ভারতের এই দুই তারকাই ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বাবর। ৭৩ ইনিংস খেলে তার রান দুই হাজার ৭১০। এ কারণেই একটা বদনাম সব সময় হজম করতে হয় বাবরকে-পাকিস্তানের ম্যাচ জয়ে তার রান কোনো কাজেই আসে না। বাবরের ক্যারিয়ার গড় ৩৯.৫৭। কিন্তু পাকিস্তানের জয়ী ম্যাচে তার গড় ৪৫.৯৩। স্ট্রাইক রেট ১৩০.৭২। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে জয়ী ম্যাচে বাবরের রানই সর্বাধিক।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত