আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে : লিটন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭: ০০
লিটন দাস

আজ হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস বলেছেন, স্মার্ট ক্রিকেট খেলতে চান তারা। তাদের প্রথম টার্গেট হলো ম্যাচ জেতা। আবুধাবির মাঠে খেলা। স্বাভাবিকভাবেই গরম আবহাওয়ার মধ্যে খেলতে হবে। লিটন মনে করেন, কন্ডিশন দুদলের জন্যই সমান হবে। তিনি বলেন, ‘আমাদের প্রথম টার্গেট হলো ম্যাচ জেতা।’

বিজ্ঞাপন


টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ভালো ব্যাটিং করছে। বিশেষ করে ছক্কা মারার ক্ষেত্রে দারুণ উন্নতি হয়েছে তাদের। টি-টোয়েন্টি ফরম্যাটে বড় ছক্কা মারতে পারলে দল এগিয়ে যায়। বাংলাদেশ অধিনায়ক লিটন মনে করেন, প্রতি ম্যাচে ছক্কা মারলেই হবে না। দেখতে হবে বাউন্ডারি কতটা বড়, প্রতিপক্ষ কেমন। এগুলো দেখে-বুঝে ছক্কা মারতে হবে। লিটন বলেন, ‘আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে।’

সর্বশেষ নেদারল্যান্ডস সিরিজে টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পেয়েছেন। তাতে মিডল অর্ডারে চাপ পড়েনি। লিটন বলেন, ‘কয়েকটি ম্যাচ যদি দেখেন, টপ অর্ডার ভালো করেছে। মিডল অর্ডারে তেমন দায়িত্ব আসেনি। যদি সুযোগ আসে, তাহলে তারা সেটি করে দেখাবে।’ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও ভালো করছে বাংলাদেশ। বিশেষ করে তাসকিন-মোস্তাফিজদের প্রতি আস্থা রাখছেন লিটন। তিনি বলেন, ‘মোস্তাফিজ, তাসকিন সম্প্রতি ভালো করেছে। শরিফুল ও সাকিবও ভালো খেলছে। প্রস্তুতি অনুযায়ী বোলাররা ভালো করেছেন।’


অধিনায়ক রান করলে অন্যদের আত্মবিশ্বাস বেড়ে যায়। ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন বাংলাদেশ অধিনায়ক লিটনও। এ ছন্দ ধরে রাখতে চান তিনি। লিটন বলেন, ‘কিছুদিন আগে রান পেয়েছি। এটা অতীত। আমি এতে আত্মবিশ্বাস পাব। তবে সামনে নতুন প্রতিপক্ষ, নতুন কন্ডিশন। চেষ্টা করব দলকে ভালো কিছু দেওয়ার।’

আবুধাবির উইকেট দেখা হয়নি লিটনের। তিনি বলেন, ‘গত ম্যাচ দেখেছি, মনে হয়েছে ভালো উইকেটই হবে।’ সংযুক্ত আরব আমিরাতে খেলা বলে প্রবাসী বাংলাদেশির সমর্থন পাবে বাংলাদেশ দল। লিটন মনে করেন, দলের জন্য এটি ইতিবাচক দিক। তিনি বলেন, ‘এটা একটা ভালো পয়েন্ট। সব সময় তারা সাপোর্ট দেন। আমি বলব, তারা মাঠে আসুক, আমাদের সাপোর্ট করুক।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত