মোস্তাফিজের ডটবলের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৮ মে ২০২৫, ২৩: ৪৭
মোস্তাফিজুর রহমান, ছবি : ফেসবুক

পারভেজ হোসেন ইমনের দুরন্ত সেঞ্চুরিতে জয়ে সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করেছে বাংলাদেশ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানের দাপুটে জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন মোস্তাফিজুর রহমানও। ১৯২ রানের বিশাল লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু ফিজের মিতব্যয়ী বোলিং জয় নিশ্চিত করেছে টাইগারদের। চার ওভারে ১৭ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন। মোস্তাফিজ ডটবল দিয়েছেন ১৪টি। তবে দুই ডেথ ওভারে ৭টি ডটবল দিয়ে পেয়েছেন একটি উইকেট।

বিজ্ঞাপন

এই ডটবলের সুবাদে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখেছেন মোস্তাফিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে প্রথম বোলার হিসেবে ডেথ ওভারে ৩০০ ডট বল করার রেকর্ড গড়েছেন দেশের তারকা এ পেসার। আগে থেকেই এই লিস্টে মোস্তাফিজ ছিলেন সবার শীর্ষে। শনিবার নিজের এই কৃতিত্বটাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিলেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস জর্ডান। তিনি ডটবল দিয়েছেন ২৪১টি।

তবে ডেথ ওভারে রান খরচের দিক থেকে মোস্তাফিজ রয়েছেন তৃতীয় স্থানে। ৮৭ ইনিংসে ৭২৫ বল করে মুস্তাফিজ ডেথ ওভারে রান দিয়েছেন ৯৯০। জাসপ্রিত বুমরাহ ৫৬৩ রান দিয়েছেন ৪৯৫ বলে। আর হারিস রউফ ৭৮২ রান খরচ করেছেন ৫৮৬ বলে। উইকেট শিকারে ফিজের ওপরে রয়েছেন শুধু টিম সাউদি। ১০০ ইনিংসে ডেথ ওভারে সাউদির শিকার ৬৫ উইকেট। ১৩ ইনিংস কম খেলে মোস্তাফিজ পেয়েছেন ৬৩ উইকেট।



ডেথ ওভারে সর্বাধিক ডটবল

মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৩০০
ক্রিস জর্ডান (ইংল্যান্ড) ২৪১
টিম সাউদি (নিউজিল্যান্ড) ২৪০
হারিস রউফ (পাকিস্তান) ২২২
জাসপ্রিত বুমরাহ (ভারত) ২০৮

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত