আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দ্বিতীয় দিনের প্রথম সেশনে নাহিদ রানার বোলিং তোপ

স্পোর্টস রিপোর্টার

দ্বিতীয় দিনের প্রথম সেশনে নাহিদ রানার বোলিং তোপ

বিজ্ঞাপন

১২৪ রানে পিছিয়ে থেকে দিনশুরু করা জিম্বাবুয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশন কেটেছে বেশ অম্ল-মধুরভাবে। আগের দিনের ৬৭ রানের সঙ্গে দুই রান যোগ করে আউট হন ওপেনার বেন কারান। নাহিদ রানার বলে ফেরেন এই ওপেনার।

প্রথম সেশনে পরে আরও দুইবার জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন তিনি। ফেরান ব্রায়ান বেনেট ও ক্রেইগ আরভিনকে। তার দেখানো পথে হাসান মাহমুদ ফেরান নিক এলচকে। তাতে প্রথম সেশন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৩৩ রান।

অম্ল-মধুরভাবে প্রথম সেশন কাটানো জিম্বাবুয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে ৫৮ রানে পিছিয়ে থেকে। শন উইলিয়ামস ৩৩ ও ওয়েসলি মাধেভ্রে অপরাজিত আছেন ৪ রানে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...