গার্সিয়ার গোলে শেষ আটে রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৮: ০৫

বিজ্ঞাপন

ক্লাব বিশ্বকাপের চলমান আসরে দারুণ ছন্দে আছেন গঞ্জালো গার্সিয়া। গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদের জয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন এই তরুণ স্প্যানিশ ফরওয়ার্ড। আরও একবার লস ব্লাঙ্গোসদের জয়ের নায়ক বনে গেলেন গার্সিয়া। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে তার একমাত্র গোলে ভর করে জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে রিয়াল।

হার্ড রক স্টেডিয়ামে বল দখল এবং আক্রমণে আধিপত্য ছিল রিয়ালের। ৫৮ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলমুখে জায়ান্টদের নেওয়া ২১ শটের মধ্যে ১১টি লক্ষ্যে ছিল। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় ন্যূনতম ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জাবি আলোনসোর দলকে। বিপরীতে রিয়ালের সঙ্গে পাল্লা দিয়ে পাল্টা আক্রমণে ভীতি ছড়ালেও গোলের জন্য খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি জুভেন্টাস।

দুই দলের সুযোগ নষ্টের ভীড়ে প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। গালের জন্য মরিয়া হয়ে উঠে বিরতির পর থেকে আক্রমণের চাপ বাড়ায় উভয় দল। এই চেষ্টায় সফল হয় রিয়াল। ৫৪ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ক্রস থেকে গার্সিয়ার হেড জালের দেখা পায়। গোল হজম করলেও অবশ্য হাল ছেড়ে দেয়নি জুভেন্টাস। বারবার প্রতিপক্ষের সীমানায় হানা দেয় তুরিনের বুড়িরা। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি ইতালিয়ান ক্লাবটি। সুযোগ হাতছাড়া করায় ম্যাচের বাকি সময়ে রিয়ালও ব্যবধান বাড়াতে পারেনি।

ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গার্সিয়াকে তুলে নেন আলোনসো। বদলি হিসেবে মাঠে নামান কিলিয়ান এমবাপ্পেকে। এই ম্যাচ দিয়ে চলমান টুর্নামেন্টে প্রথমবারের মতো মাঠে নামলেন ফরাসি ফরওয়ার্ড। অসুস্থতার কারণে গ্রুপ পর্বের ৩ ম্যাচে তাকে পায়নি রিয়াল। জুভেন্টাসের বিপক্ষে খেলতে নামলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এমবাপ্পে। তবে জুভেন্টাসকে হারিয়ে দল শেষ আটে পা রেখেছে- আপাতত এটাই বড় স্বস্তি রিয়ালের জন্য।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত