আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়’

স্পোর্টস রিপোর্টার

‘নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়’

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাবে না দেশের ক্রিকেট টিম। ক্রিকেটারদের নিরাপত্তা আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস হবে না। এই সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে খেলতে চাওয়া নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদাÑএসব প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই। আরেকটি যে আয়োজক দেশ আছেÑশ্রীলঙ্কা; আমরা সেখানে খেলতে চাই।’

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অনড় সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এ পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি? আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো হৃদ্যতার সঙ্গে ও নিরপেক্ষভাবে বিবেচনা করলে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।’

বাংলাদেশের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস হবে নাÑএমনটা বেশ জোর দিয়েই বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল, ‘আমাদের প্রথম স্ট্যান্ড হচ্ছে আইসিসিকে বোঝানো। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে। সেই শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বোঝাব। আমাদের স্ট্যান্ডের মূলনীতি হচ্ছে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান ও মর্যাদার প্রশ্নে আমরা আপস করব না।’

বিসিবি আইসিসিকে বোঝাবে, ভারতে খেলার পরিবেশ ও নিরাপত্তা নেই। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আইসিসি থেকে যে চিঠিটি পেয়েছি, সেই চিঠি পড়ে মনে হয়েছে ভারতে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। আমার কাছে মনে হয়েছে এটা শুধু নিরাপত্তা ইস্যু নয়, এটা জাতীয় অবমাননা ইস্যু। যাহোক, আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি। যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই কলকাতা টিমকে বলেছে, এই প্লেয়ারকে (মোস্তাফিজ) নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, তাকে তোমার টিম থেকে বাদ দাও। এতে তো এটাই বলে দিচ্ছে যে, ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...