আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এএফসি কাপের বাছাই

তাবিথ আউয়ালের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক

স্পোর্টস রিপোর্টার
তাবিথ আউয়ালের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক

আগামী ২৫ মার্চ এএফসি বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারত যাবে বাংলাদেশ ফুটবল দল। এরপর নভেম্বরে ফিরতি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ফুটবল ম্যাচ ভূমিকা রাখতে পারে। এরই মধ্যে গত সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি মো. তাবিথ আউয়ালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার বৈঠক করেছেন। এ সময় বাফুফে সহসভাপতি মো. ফাহাদ করিম উপস্থিত ছিলেন। এ বৈঠকে বাংলাদেশ-ভারতের ম্যাচ নিয়ে আলোচনা হয়েছে বলে জানায় বাফুফে। দুই পক্ষই আশাবাদী যে, ফুটবল দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করতে এবং ক্রীড়ায় সহযোগিতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাফুফে আশা করছে, আসন্ন ম্যাচগুলো সফল হবে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরো সহযোগিতা ও ফুটবলের উন্নয়নে কাজ করবে। ভারত ম্যাচের জন্য বর্তমানে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশের ফুটবলাররা। আগামী ৫ মার্চ সৌদি আরবের বিমান ধরবেন তারা। সেখানে প্রস্তুতি ক্যাম্প গড়ে বাংলাদেশ। এরই মধ্যে ভারতের ভিসা পেয়ে গেছে বাংলাদেশ দল। ম্যাচের অন্তত দুই-তিন দিন আগে দলের ভারতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন