আর্জেন্টিনার দল থেকে বাদ পড়ছেন মার্টিনেজ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২০: ৩৯

আর্জেন্টিনার প্রীতি ম্যাচের দলে থাকছেন না এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চলতি নভেম্বরে একমাত্র প্রীতি ম্যাচের দলে জায়গা হচ্ছে না আর্জেন্টাইন এ তারকা গোলরক্ষকের। যদিও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি।

বিজ্ঞাপন

মার্টিনেজকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তরুণ গোলরক্ষকদের ঝালাই করে নেওয়ার সুযোগ করে দিতেই বিশ্রামে পাঠানো হচ্ছে গোলবারের এ অতন্দ্র প্রহরীকে।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে চলতি নভেম্বর একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। আগামী ১৪ নভেম্বর লুয়ান্ডায় হবে ম্যাচটি। ম্যাচটিতে মার্টিনেজের জায়গায় গোলবার সামলাবেন অন্য একজন গোলকিপার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত