২৯১- মিরপুরে চতুর্থ ইনিংসে সফরকারী দলের সর্বোচ্চ ইনিংস। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ২০১৭ সালে তারা করেছিল ২৪৪।
১১৩.৩ ওভার- মিরপুরে সফরকারী দলের সবচেয়ে বেশি ওভার খেলার রেকর্ড এটি। এর আগে ২০১৮ সালে জিম্বাবুয়ে ৮৩.১ ওভার খেলেছিল।
২৫০- প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ২৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনি।
২২৯- মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে কার্টিস ক্যাম্ফার ২২৯ বল খেলেছেন। এই মাঠে চতুর্থ যেকোনো ব্যাটারের সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড এটি। এর আগে এই রেকর্ডটা ছিল সাকিব আল হাসানের। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ২১২ বল খেলেছিলেন। আর সফরকারী দলের ক্রিকেটারদের মধ্যে আইরিশ ব্যাটার ক্যাম্ফারের আগে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড ছিল জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলরের। ২০১৮ সালে তিনি খেলেছিলেন ১৬৭ বল।
২৫- টেস্ট অভিষেকের ২৫তম বছরে এসে ২৫তম জয় পেল বাংলাদেশ।

