আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিসিবি সভাপতির সঙ্গে দূর্ব্যবহার, ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের দাবি

আবেগপ্রবণ কথা হয়েছে, অপ্রীতিকর কিছু নয়

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

আবেগপ্রবণ কথা হয়েছে, অপ্রীতিকর কিছু নয়
ফারুক আহমেদ

বিপিএলের উদ্বোধনী দিনে গত ৩০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজ আলমের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ এসেছে। বিষয়টি জানিয়েছে এক সহযোগী দৈনিক পত্রিকা। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করে গেছেন মাহফুজ আলম।

পত্রিকাটি জানায়, মাহফুজ ওই দিন বিপিএলের শুরুর দিনে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলছিলেন। কথোপকথনের এক পর্যায়ে বিষয়টি নিয়ে উত্তেজিত হয়েছে ফারুক আহমেদের সঙ্গে অশোভন আচরণ করেন। এমন কী পর্যায়ে বিসিবি সভাপতিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি কীভাবে বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন, তা আমাদের জানা আছে।’

বিজ্ঞাপন

বিষয়টি অস্বীকার করে মাহফুজ আলম বলেন, ‘উত্তপ্ত কিছু হয়নি। স্বাভাবিক কথাবার্তা হয়েছে। দুই পক্ষই আবেগপ্রবণ হয়ে কথা বলেছে। এমন কিছু হয়নি, যেটা অপ্রীতিকর।’

বিষয়টি নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমার দেশকে বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। অনেক মানুষজনের ভিড়ের মধ্যে আছি। এখন কথা বলা সম্ভব না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন