১৪৪ রান খরচ করা রিশাদের পাশে সিমন্স

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১৫: ৫০

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে ধবলধোলাই হওয়ায় বাংলাদেশের যে কয়েকজন ক্রিকেটারকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তাদের মধ্যে ওপরের দিকেই আছেন রিশাদ হোসেন। সদ্য সমাপ্ত সিরিজে খুবই বাজে বোলিং করেছেন এই লেগস্পিনার। এমন দুঃসময়ে প্রধান কোচ ফিল সিমন্সকে পাশে পেলেন রিশাদ।

সিরিজটিতে বল হাতে রিশাদ কতটা বাজে সময় পার করেছেন সেটা জানার জন্য একটা পরিসংখ্যানই যথেষ্ট। পুরো সিরিজে মোট ১১ ওভার হাত ঘুরিয়ে ১৪৪ রান খরচ করেছেন এই স্পিনার। ইকোনমি রান রেট ১৩.০৯। বিপরীতে নিয়েছেন মাত্র দুই উইকেট। প্রথম দুই ম্যাচে ন্যূনতম ৫০ রান খরচ করেছেন। শেষ টি-টোয়েন্টিতে তিন ওভার বল করে দেন ৩৯ রান।

বিজ্ঞাপন

দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া রিশাদকে নিয়ে সিমন্স বলেন, ‘সিরিজটা রিশাদের জন্য ভালো যায়নি। এটা সে নিজেও জানে। আমরাও জানি। ওর মতো একজন বোলারের কাছে আমাদের চাওয়া অনেক বেশি।’

বাংলাদেশের প্রধান কোচ আরও বলেন, ‘বোলারদের জন্য একটা সিরিজ খারাপ যেতেই পারে। বিশেষ করে স্পিনার বা রিস্ট স্পিনারদের জন্য। রিশাদের ক্ষেত্রেও তাই হয়েছে। আমরা বিষয়টি মাথায় রাখব। দেশে ফিরে সে নিজের কাজ করে যাবে। সে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য প্রস্তুতি নেবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত