নভেম্বরে ঢাকায় আসছে পাকিস্তান হকি দল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৩০

তিন ম্যাচের প্লে-অফ সিরিজ খেলতে আগামী নভেম্বরে ঢাকায় আসছে পাকিস্তান হকি দল। আসন্ন সিরিজের জয়ী দল বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পাবে। এবার এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নেয় পাকিস্তান। তাই বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্লে-অফ সিরিজ খেলছে তারা।

পাকিস্তানের জায়গায় বাংলাদেশ এশিয়া কাপে অংশ নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে। টুর্নামেন্টের শীর্ষ পাঁচের মধ্যে থাকতে পারলে বিশ্বকাপ বাছাই পর্বে সরাসরি খেলার সুযোগ পেত বাংলাদেশ। কিন্তু এবার প্লে-অফের পরীক্ষা দিতে বাছাই পর্বে উত্তীর্ণ হবে তারা।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্লে-অফ সিরিজ হবে ১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানান, ‘পাকিস্তান ১০ নভেম্বর আসতে পারে। ম্যাচ তিনটির সম্ভাব্য সূচি ১২, ১৩ ও ১৫ নভেম্বর। আমরা সেভাবেই তাদের প্রস্তাব দিয়েছি।’

বিষয়:

হকি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত