ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ম্যাচের চারটিই মাঠে গড়ায়নি। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বিদ্রোহী পক্ষে থাকা চার ক্লাব ম্যাচ খেলতে মাঠে যায়নি। সেগুলো হলো-খেলাঘর, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, কাকরাইল বয়েজ ও সূর্যতরুণ ক্লাব। ফলে প্রথম বিভাগ লিগ থেকে অবনমিত হলো মোট আট ক্লাব। এর আগে প্রথম দিনে ম্যাচ খেলতে মাঠে যায়নিÑপারটেক্স, গাজী টায়ার্স, কলাবাগান ক্রীড়া চক্র ও আম্বার স্পোর্টিং ক্লাব। এ আটটি ক্লাবই বর্তমান বোর্ডের অধীনে কোনো ধরনের লিগে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল। সবমিলিয়ে প্রথম রাউন্ডে ১০টি ম্যাচ হওয়ার সূচি ছিল। বয়কট- ওয়াকওভারের গর্তে পড়ে মাঠে গড়াল মাত্র তিনটি ম্যাচ। এভাবে কি একটা দেশের ক্রিকেট লিগ চলে?
আজ আমিন বাজারে সিলিকন সিটি মাঠে ট্রাই স্টেটের বিপক্ষে খেলাঘরের মাঠে নামার কথা ছিল। তবে এই ম্যাচ খেলতে যায়নি খেলাঘর। ফলে ট্রাই স্টেট পেয়ে যায় ওয়াকওভার। বিকেএসপির তিন নম্বর মাঠে উত্তরা ক্রিকেট ক্লাবের বিপক্ষে ওরিয়েন্ট স্পোর্টিংয়ের মাঠে নামার কথা ছিল। তবে ওরিয়েন্ট মাঠে না গিয়ে ম্যাচ বয়কট করে। বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচে যায়নি সূর্যতরুণ ক্লাব। আর পিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে খেলতে যায়নি কাকরাইল বয়েজ ক্লাব।
অর্থাৎ, আজ চার ক্লাব প্রথম বিভাগ থেকে অবনমিত হয়ে গেল। এবারের প্রথম বিভাগ লিগের বাইলজের ১৬.১৫.৪ ধারা অনুযায়ী এই চার ক্লাবকে অবনমিত করে দিয়েছে সিসিডিএম। ইতোমধ্যে আটটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ায় বাইলজের ১৬.১৬.৫ ধারা অনুযায়ী প্রথম বিভাগে এবার কোনো রেলিগেশন লিগ আয়োজিত হবে না। তবে এই বাইলজকে অবৈধ আখ্যা দিয়েছে বিদ্রোহী ক্লাবগুলো। এ নিয়ে সাব্বির আহমেদ রুবেল গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘লিগের বাইলজ পরিবর্তন করতে হলে ৭৬ ক্লাবের সঙ্গে আলোচনা করতে হবে। তারপর বোর্ড অনুমোদন করলে বাইলজ পরিবর্তন করা যাবে। তবে বাইলজ পরিবর্তনে কোনো আলোচনা করেনি। বাইলজ পরিবর্তন করার এখতিয়ার সিসিডিএমের নেই। তাদের কাজ শুধু খেলা আয়োজন করা এবং চালানো।’
প্রথম রাউন্ড শেষে ৮ দল প্রথম বিভাগ ক্রিকেট লিগ ওয়াকওভার করায় এখন লিগ পরিণত হয়েছে ১২ দলের। বিদ্রোহী ক্লাবগুলো একের পর এক লিগ বয়কটের পরও লিগ চালিয়ে যেতে চায় আয়োজক ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এই কমিটির চেয়ারম্যান আদনান রহমান দীপন আমার দেশকে বলেন, ‘লিগ লিগের মতো করে চলতে থাকবে। বাকি আট দলের ক্রিকেটারদের নিয়ে কী হবেÑসেটা সভাপতি দেশে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

