মিরাজের কথা শুনে সফল তানভীর

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৩: ৪৬

বাংলাদেশকে ভয় পাইয়ে দিয়েছিল জানিথ লিয়ানাগে। ২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৩২ রানেই ৬ উইকেট হারানো শ্রীলঙ্কাকে পথ দেখাচ্ছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকসানা, দুশমন্ত চামিরাদের নিয়ে প্রায় জয়ের পথেই ছিলেন। তবে তাকে ফিরিয়ে স্বস্তি এনে দেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ পায় ১৬ রানের জয়। বল হাতে সফরকারীদের এই জয়ের ভীতটা গড়ে দেন তানভীর ইসলাম। ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এই বাঁহাতি স্পিনার। এমন পারফরম্যান্সের জন্য অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে কৃতিত্ব দিয়েছেন তানভীর।

এদিন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা তানভীরের শুরুটা মোটেও ভালো ছিল না। প্রথম ২ ওভারে খরচ করেন ২২ রান। স্বাভাবিকভাবেই তার আত্মবিশ্বাসে চিড় ধরে। এমন সময় তানভীরকে সাহস জোগান মিরাজ। রক্ষণাত্মক বোলিংয়ের পরিবর্তে এই স্পিনারকে উইকেট নেওয়ার দিকেই মনোযোগী হওয়ার পরামর্শ দেন বাংলাদেশ দলপতি। এমনকি এই রানে দল জয় পাবে বলেও বিশ্বাস ছিল মিরাজের।

ম্যাচ শেষে তানভীর বলেন, ‘আমি যখন প্রথম দুই ওভারে ২২ রান দিয়েছিলাম, তখন অধিনায়ক (মিরাজ) আমার পাশে দাঁড়িয়ে কিছু বলেছেন। তিনি আমাকে বলেছিলেন- একজন বোলার মার খাবেই। তিনি আমাকে বলেছিলেন যে রক্ষণাত্মকভাবে বল করতে হবে না। আমি যেন উইকেট নেওয়ার মতো বোলিং করি। সৌভাগ্যক্রমে আমি অধিনায়কের কথা শুনেছিলাম। তিনি আমাদের বারবার বলছিলেন যে আমরা ২৪৮ রান টোটাল ডিফেন্ড করতে পারব।’

তানভীরের প্রশংসা করতে গিয়ে মিরাজ বলেন, ‘ম্যাচের প্রতিটা গতি পরিবর্তন আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। তানভীর আমাদের নিয়মিত ব্রেকথ্রু এনে দিয়েছে। সে সত্যিই ভালো বোলিং করেছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত