রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস

রাজশাহী অফিস
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০২: ০০
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০২: ৩৮

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক টেনিস আসর। আজ থেকে শুরু হচ্ছে ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫। টানা সাত দিনব্যাপী এ প্রতিযোগিতা রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। আসরের পর্দা নামবে ১০ অক্টোবর ফাইনাল ম্যাচের মাধ্যমে।

বিজ্ঞাপন


আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করছে রাজশাহী টেনিস কমপ্লেক্স। গতকাল শুক্রবার সকালে কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান করেন টুর্নামেন্ট ডিরেক্টর ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।


তিনি জানান, এবারের প্রতিযোগিতায় ১১টি দেশের ৫২ জন খেলোয়াড় এবং ১০ জন কোচ/ম্যানেজার অংশ নিচ্ছেন। স্বাগতিক বাংলাদেশের ২১ জন খেলোয়াড়ের পাশাপাশি ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর ও হংকংয়ের খেলোয়াড়রাও অংশগ্রহণ করবেন।

খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য হলেন থাইল্যান্ডের পাতানালারফান নাপাত (আইটিএফ র‌্যাংকিং ১৯৪০) এবং জাপানের ঈষিধা হারু (র‌্যাংকিং ১৭৮৮)। এছাড়া বালক বিভাগে ১১ জন এবং বালিকা বিভাগে ৬ জন বিশ্ব র‌্যাংকিংধারী খেলোয়াড় অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতায় বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড় অংশ নেবেন। কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হবে ৪ ও ৫ অক্টোবর, আর মূল ড্রয়ের খেলা শুরু হবে ৬ অক্টোবর সকাল ৯টায়। বালক ও বালিকা দ্বৈত বিভাগে অংশ নেবেন ১৬ জন করে খেলোয়াড়। এবারের টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আইটিএফ অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি মাসফিয়া আফরিন।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম।

আয়োজক কমিটি জানিয়েছে, টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। দর্শকদের জন্য প্রবেশমূল্য রাখা হয়নি। শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে স্কুল শিক্ষার্থীদের মাঠে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকাল ৯টায়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে সমাপনী অনুষ্ঠানে।

বিষয়:

টেনিস

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত