আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এক বছরে তৃতীয় কোচ ছাঁটাই

অ্যালেগ্রিকে ফেরাচ্ছে এসি মিলান!

স্পোর্টস ডেস্ক
অ্যালেগ্রিকে ফেরাচ্ছে এসি মিলান!

টানা ব্যর্থতা থেকে বের হয়ে আসতে গত ডিসেম্বরে সার্জিও কন্সেইসাওকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় এসি মিলান। তাতে অবশ্য লাভ হয়নি। আটে থেকে ইতালিয়ান সিরিএ’র সবশেষ মৌসুম করেছে এসি মিলান। জায়গা করে নিতে পারেনি উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউটে। ইতালিয়ান কাপের ফাইনালে হেরেছে বোলোনিয়ার কাছে। সবকিছু মিলিয়ে পাঁচ মাস যেতেই কন্সেইসাওকে বরখাস্ত করেছে এসি মিলান। বেশ কয়েকটি ইতালিয়ান গণমাধ্যমের দাবি, শূন্য পদে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বসাতে যাচ্ছে জায়ান্টরা।

ইতালি তথা ইউরোপিয়ান ফুটবলের দলবদলের সবচেয়ে বিশ্বস্ত মুখ ফ্রাব্রিজিও রোমানো জানিয়েছেন, ইতোমধ্যে অ্যালেগ্রির সঙ্গে চুক্তি সম্পর্কিত সবকিছু ঠিক করেছে এসি মিলান। বাকি আছে কেবল আনুষ্ঠানিকতা। রোমানোর কথা সত্যি হলে খুব শিগগিরই নতুন কোচ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে ইতালির শীর্ষ ক্লাবটি।

বিজ্ঞাপন

সবকিছু ঠিক থাকলে এসি মিলানে এটা হবে অ্যালেগ্রির দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত ক্লাবটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন অ্যালেগ্রি। তার অধীনে ২০১১ সালে ইতালিয়ান সিরিএ ও ইতালিয়ান সুপার কাপ জেতে এসি মিলান। এরপর ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত জুভেন্টাসের ডাগআউটে ছিলেন। ২০২১ সালে দ্বিতীয় দফায় তুরিনের ওল্ড লেডিদের কোচিংয়ে ফেরেন ৫৭ বছর বয়সী অ্যালেগ্রি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন