লা লিগা
স্পোর্টস ডেস্ক
সবশেষ মাদ্রিদ ডার্বিটা মোটেই ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। যেন এক দুঃস্বপ্ন! যেটা ভুলে যেতে চাইবেন কোচ জাবি আলোনসোর শিষ্যরা। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হয়েছিল বিধ্বস্ত। সাত গোলের থ্রিলার ম্যাচে ধরাশায়ী হয়েছিল অতিথি সান্তিয়াগো বার্নাব্যু শিবির। তবে পরের ম্যাচ দিয়েই লা লিগায় জয়ের ট্র্যাকে ফিরল রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের নৈপুণ্যে নিজেদের মাঠে প্রতিপক্ষ ভিয়ারিয়ালকে ৩-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট টিমটি। এ জয়ে বার্সেলোনাকে হটিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে রিয়াল। তার আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে অবশ্য কাইরাত আলমাতিকে ৫-০ গোলে ধসিয়ে দিয়েছে রিয়াল।
ঘরের মাঠে শনিবার রাতে রিয়ালকে ডাবল গোল উপহার দিয়েছেন ভিনিসিয়ুস। লস ব্লাঙ্কোদের হয়ে অন্য গোলটি করেন এমবাপ্পে। ম্যাচে ভিনির একটি গোলে অবদানও রেখেছেন এমবাপ্পে। দলের জয়ের রাতে অবশ্য ইনজুরি নিয়ে মাঠ ত্যাগ করেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এ মেগাস্টার। স্বাভাবিকভাবেই জয়ের আনন্দের মাঝে গুরু জাবি আলোনসোর কপালে চিন্তার ভাঁজও ফেলে দিয়েছেন এ ফরাসি ফরোয়ার্ড।
ভিনি-এমবাপ্পের জ্বলে উঠার ম্যাচের প্রথমার্ধ কেটে যায় গোলশূন্য সমতায়। তবে বিরতির পর খেলা শুরুর দুই মিনিটের মধ্যেই ম্যাচের ডেডলক ভেঙে ফেলে স্বাগতিকরা।। রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ৬৯ মিনিটে বক্সের ভেতর ভিনিসিয়ুস ফাউলের শিকার হন। পেনাল্টির সুযোগটি কাজে লাগিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করে ফেলেন তিনিই। চার মিনিট বাদে সমতায় ফেরে সফরকারী ভিয়ারিয়াল। অতিথিদের গোল এনে দেন জর্জেস মিকাউতাদজে।
ম্যাচের ৮১ মিনিটে রিয়ালের জয়ের ব্যবধান বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তার চার মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো মরিনো। তাতে ভিয়ারিয়ালের শক্তি কমে যায়। এই সুযোগটি কাজে লাগিয়ে মূলত প্রতিপক্ষের জাল কাঁপান ফরাসি সুপারস্টার এমবাপ্পে। রিয়ালের জার্সিতে এবারের মৌসুমটা দুর্দান্ত শুরু করেছেন এমবাপ্পে। এ যাবত সব মিলিয়ে ১০ ম্যাচ খেলে গোল পেলেন ১৪টি। অ্যাসিস্টও করেছেন ২টি। ১০ ম্যাচের ৯টিতেই গোল পেয়েছেন এ ফরাসি ফরোয়ার্ড।
একনজরে
রিয়াল মাদ্রিদ ৩-১ ভিয়ারিয়াল
সবশেষ মাদ্রিদ ডার্বিটা মোটেই ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। যেন এক দুঃস্বপ্ন! যেটা ভুলে যেতে চাইবেন কোচ জাবি আলোনসোর শিষ্যরা। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হয়েছিল বিধ্বস্ত। সাত গোলের থ্রিলার ম্যাচে ধরাশায়ী হয়েছিল অতিথি সান্তিয়াগো বার্নাব্যু শিবির। তবে পরের ম্যাচ দিয়েই লা লিগায় জয়ের ট্র্যাকে ফিরল রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের নৈপুণ্যে নিজেদের মাঠে প্রতিপক্ষ ভিয়ারিয়ালকে ৩-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট টিমটি। এ জয়ে বার্সেলোনাকে হটিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে রিয়াল। তার আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে অবশ্য কাইরাত আলমাতিকে ৫-০ গোলে ধসিয়ে দিয়েছে রিয়াল।
ঘরের মাঠে শনিবার রাতে রিয়ালকে ডাবল গোল উপহার দিয়েছেন ভিনিসিয়ুস। লস ব্লাঙ্কোদের হয়ে অন্য গোলটি করেন এমবাপ্পে। ম্যাচে ভিনির একটি গোলে অবদানও রেখেছেন এমবাপ্পে। দলের জয়ের রাতে অবশ্য ইনজুরি নিয়ে মাঠ ত্যাগ করেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এ মেগাস্টার। স্বাভাবিকভাবেই জয়ের আনন্দের মাঝে গুরু জাবি আলোনসোর কপালে চিন্তার ভাঁজও ফেলে দিয়েছেন এ ফরাসি ফরোয়ার্ড।
ভিনি-এমবাপ্পের জ্বলে উঠার ম্যাচের প্রথমার্ধ কেটে যায় গোলশূন্য সমতায়। তবে বিরতির পর খেলা শুরুর দুই মিনিটের মধ্যেই ম্যাচের ডেডলক ভেঙে ফেলে স্বাগতিকরা।। রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ৬৯ মিনিটে বক্সের ভেতর ভিনিসিয়ুস ফাউলের শিকার হন। পেনাল্টির সুযোগটি কাজে লাগিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করে ফেলেন তিনিই। চার মিনিট বাদে সমতায় ফেরে সফরকারী ভিয়ারিয়াল। অতিথিদের গোল এনে দেন জর্জেস মিকাউতাদজে।
ম্যাচের ৮১ মিনিটে রিয়ালের জয়ের ব্যবধান বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তার চার মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো মরিনো। তাতে ভিয়ারিয়ালের শক্তি কমে যায়। এই সুযোগটি কাজে লাগিয়ে মূলত প্রতিপক্ষের জাল কাঁপান ফরাসি সুপারস্টার এমবাপ্পে। রিয়ালের জার্সিতে এবারের মৌসুমটা দুর্দান্ত শুরু করেছেন এমবাপ্পে। এ যাবত সব মিলিয়ে ১০ ম্যাচ খেলে গোল পেলেন ১৪টি। অ্যাসিস্টও করেছেন ২টি। ১০ ম্যাচের ৯টিতেই গোল পেয়েছেন এ ফরাসি ফরোয়ার্ড।
একনজরে
রিয়াল মাদ্রিদ ৩-১ ভিয়ারিয়াল
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১৬ মিনিট আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
৪০ মিনিট আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১০ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
১০ ঘণ্টা আগে