জাহানারাকে যৌন হেনস্থায় তদন্ত কমিটি গঠন বিসিবির

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২৩: ১২

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারাকে যৌন হেনস্থা ও হয়রানির অভিযোগ তদন্ত করার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই মোতাবেক তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিসিবি। আজ শনিবার (০৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যেখানে সদস্য হিসেবে আছেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সরোয়াত সিরাজ শুক্লা।

উল্লেখ্য, এর আগে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নারী দলের নির্বাচক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিপক্ষে যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা আলম। এরপরই নড়েচড়ে বসে বিসিবিসহ ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে। তদন্তের দাবি জানান তামিম ইকবাল ও মাশরাফী বিন মর্তুজাসহ কয়েকজন ক্রিকেটার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত