আইসিসি র‍্যাংকিংয়ে তানজিদ-মেহেদি-তানজিমের উন্নতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৯: ৪৮
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৯: ৪৯

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান তামিম। বোলারদের মধ্যে উন্নতি করেছেন শেখ মেহেদি হাসান ও তানজিম হাসান। সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে ২০ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে আছেন তানজিদ।বোলারদের তালিকায় ছয় ধাপ এগিয়ে যৌথভাবে ১৭তম স্থানে মেহেদি আর তিন ধাপ এগিয়ে ৩৪তম স্থানে তানজিম।

তানজিদের উন্নতি কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্স। চট্টগ্রামে ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ ও শেষ ম্যাচে ৬২ বলে ক্যারিয়ার সেরা ৮৯ রানের ইনিংস খেলেন এই ওপেনার।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন মেহেদি। আর তাতেই লাফ দিয়েছেন তিনি। দুই ম্যাচে ৫ উইকেট নেয়ার পরও দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বরে অবস্থান করেছেন রিশাদ। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে মোস্তাফিজুর রহমান, তিনি আছেন দ্বাদশ স্থানে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত