শাস্তি পেলেন ভারত-পাকিস্তানের চার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২১: ০০

এশিয়া কাপে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় শান্তি পেলেন ভারত ও পাকিস্তানের চার ক্রিকেটার। তারা হলেন- পাকিস্তানের পাকিস্তানি হারিস রউফ ও সাহিবজাদা ফারহান ও ভারতের সূর্যকুমার যাদব-জাসপ্রীত বুমরাহ। আইসিসি তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে শাস্তির কথা জানিয়েছে।

এশিয়া কাপের ম্যাচে দুটি ম্যাচে আইসিসির আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গ করেছেন রউফ। রউফ অভিযোগ অস্বীকার করায় শুনানি শেষে তাঁকে শাস্তি দেওয়া হয়। ২১ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোর পর্বে রউফ ভারতীয় দর্শকদের দিকে ‘৬-০’ ইশারা করেন এবং বিমান ভূপাতিত করার মতো অঙ্গভঙ্গি দেখান।

বিজ্ঞাপন

একই ম্যাচে ফারহান ফিফটি পূর্ণ করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গি করেন। তাকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট শাস্তি দিয়েছে আইসিসি।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার সংবাদ সম্মেলনে দলের জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করায় দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। এদিকে, ফাইনালে অঙ্গভঙ্গির কারণে ভারতীয় পেসার যশপ্রীত বুমরা পেয়েছেন এক ডিমেরিট পয়েন্ট।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত