ভারতের দলে নেই ছেত্রী!

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২৩: ১৩
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ২৩: ১৫

আগামী ১৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে ভারত ঘোষিত সম্ভাব্য ২৩ সদস্যের দলে নেই সুনিল ছেত্রী। গত মার্চে অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলেছিলেন ভারতের এই কিংবদন্তি ফুটবলার। এবার বাংলাদেশের অনেক জয় কেড়ে নেওয়া ছেত্রীকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে ভারত। এমন খবরই চাউর হয়েছে ভারতীয় গণমাধ্যমে।


এরই মধ্যে এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বাংলাদেশ ও ভারতের বিদায় নিশ্চিত হয়েছে। শিলংয়ে অনুষ্ঠিত দুই দলের আগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ভালো সুনিল ছেত্রীর। আসন্ন ম্যাচে তাকে বাদ দেওয়ায় ম্যাচে ভারতের আক্রমণভাগ নিয়ে প্রশ্ন উঠছে।

বিজ্ঞাপন


ভারত ঘোষিত ২৩ সদস্যের দলে রয়েছেন- গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু, ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান, মিডফিল্ডার সুরেশ সিং ওয়াংজাম এবং ফরোয়ার্ড লালিয়ানজুয়ালা ছাংতে। তবে এখনো চূড়ান্ত দল ঘোষণা হয়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত