আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজ

সেমিতে বাংলাদেশের তিন জুটি

স্পোর্টস রিপোর্টার

সেমিতে বাংলাদেশের তিন জুটি

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজে পুরুষ দ্বৈতে বাজিমাত স্বাগতিক শাটলাররা। আগেরদিন চার জুটি কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ে। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে নাম লেখালো বাংলাদেশের তিন জুটি।

সকালে মিশ্র দ্বৈতে ঊর্মি আক্তারকে নিয়ে হেরে গেলেও, পুরুষ দ্বৈতে আর ভুল করেননি আল আমিন জুমার। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জুটিকে ২১-১৪ ও ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন তারা।

বিজ্ঞাপন

সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের গৌরব সিংহ-তানভীর ইসলাম জুটিও। ভিয়েতনামের থান-ডান এন জুটিকে ২১-১৫ ও ২১-১৫ পয়েন্টের ব্যবধান হারিয়ে শেষ চারে জায়গা করে নেন তারা। ভারতের প্রদীপ কুমার-অতুল কুমার ভাইদের হারিয়ে শেষ চারে উঠেন রাহাতুন নাঈম ও মিজানুর রহমান জুটি।

অন্যদিকে, দিনাজপুরের এলোরা একাডেমির শাটলার রিয়াদুল ইসলাম-তনয় সাহা জুটি ৯-২১, ১৩-২১ পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডের লোথং-তাছিন জুটির কাছে হেরেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: