দ্বিতীয় দিনের সেরা সাফল্য মিরাজের বোলিং

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৯: ০০

ভালো শুরুর পর খেই হারিয়ে ফেলা জিম্বাবুয়ে চেয়েছিল দ্রুত সম্ভব ঘুরে দাঁড়াতে। কিন্তু উপমহাদেশের উইকেটে কী আর স্পিনারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে? করেনি। হাসান-নাহিদের পর জিম্বাবুয়ের জন্য চিন্তার বড় কারণ হয়ে ওঠেন মেহেদি হাসান মিরাজ। শন উইলিয়ামস, ওয়েসলে মাধভেরে ও নাশা মায়াভোদের নিয়ে গড়া জিম্বাবুয়ের মিডল অর্ডার চেষ্টা চালাচ্ছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু মিরাজের অফ স্পিনই যেন হয়ে ওঠে তাদের জন্য মরণ ফাঁদ।

সিলেটের উইকেট দ্বিতীয় দিন থেকে শুরু করে চরিত্র বদলানোর। উইকেটে আস্তে আস্তে বাড়ছে অসম বাউন্স আর টার্ন। পাশাপাশি বলের বয়স বাড়তে থাকায় মিরাজ পাচ্ছিলেন বাড়তি সুবিধা। সেই সুযোগটা পেয়েই নিজের সামর্থ্যের পুরোটা উজাড় করে দেন এই অফ স্পিনার। একে ফেরান থিতু হয়ে উইকেটে থাকা শন উলিয়ামস-নাশা মায়াভোকে। উইকেটে পড়ে থেকে ভীতিকর হয়ে ওঠার অপেক্ষায় ছিলেন তারা দুজনে। পরে জিম্বাবুয়ের লেজের ব্যাটিংয়ের হাল ধরার অপেক্ষায় থাকা ওয়েলিংটন মাসাকদজা, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নুয়াচিকে ফেরান। তাতেই ১১তম বারের মতো ফাইফারের দেখা পান এই বোলার। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ফাইফারের মালিক তিনি। সর্বোচ্চ ১৯ বার ফাইফার নিয়ে সবার উপরে আছেন সাকিব আল হাসান। দুই নম্বরে থাকা তাইজুল ইসলাম ফাইফার নিয়েছেন ১৫ বার।

বিজ্ঞাপন

মাত্র পাঁচ উইকেট পেলে তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত