প্রীতি ফুটবল
স্পোর্টস ডেস্ক
মাঠে ব্রাজিলের প্রতিপক্ষ যদি এশিয়ান কোনো দল হয়, তাহলে ফুটবল অনুরাগীরা ম্যাচের ফলটা অনুমান করে বলে দিতে পারতেন এতদিন। একবাক্যে যেকোনো ক্রীড়াপ্রেমী বিজয়ী হিসেবে ব্রাজিলের নামই বলে দিতেন- এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজ জাপান যে অঘটন ঘটিয়েছে, সেটা জানলে অবাক হবেন যে কেউ। এখন উত্তর দেওয়ার আগে দুবার ভাববেন যে কেউই। টোকিও স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর দুর্বার এক গল্প লিখে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে জাপান।
তবে প্রীতি ম্যাচটিতে অবশ্য জয়ের পথেই ছিল সেলেসাওরা। প্রথমার্ধে ২-০ লিডও নিয়ে ফেলেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তনে অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। এতে নয়া এক ইতিহাসও লিখেছে জাপানের ফুটবলাররা। মহাশক্তিধর ব্রাজিলের বিপক্ষে এই প্রথম জয় পেয়েছে তারা।
ব্রাজিলের এমন হারে ভক্ত-সমর্থকদের সঙ্গে হতবাক পুরো ফুটবল দুনিয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে এশিয়ান দলের কাছে গত ২৪ বছরে হারতে দেখেনি ফুটবল অনুরাগীরা। দুই যুগের সেই ইতিহাস নতুন করে লিখল জাপান ফুটবল টিম।
সর্বশেষ এশিয়ান কোনো টিমের কাছে ব্রাজিল হার মেনেছিল ২০০১ সালে। কনফেডারেশনস কাপে ব্রাজিলের হৃদয় ভেঙে দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু মজার তথ্য হলো, অস্ট্রেলিয়া ওই সময়ে এএফসির অধীনে খেলতো না। তারা খেলতো ওশেনিয়া অঞ্চলে। নির্ভেজাল এশিয়ান টিমের বিপক্ষে ব্রাজিল সর্বশেষ হারের তেতো স্বাদ হজম করে ১৯৯৯ সালে। প্রীতি ম্যাচটিতে হলুদ জার্সিধারীদের ১-০ গোলে ধরাশায়ী করেছিল দক্ষিণ কোরিয়া। এই হিসাবে ২৬ বছর পর এশিয়ার কোনো দলের কাছে পরাজিত হলো ব্রাজিল।
প্রথমার্ধে ব্রাজিল এগিয়ে যায় পাওলো হেনরিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে। ব্রাজিলের ডিফেন্সের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে বিরতির পর একে এক ব্রাজিলের জালে বল জড়ান তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াসে উয়েদা। আক্রমণের পর আক্রমণ চালিয়েও দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। যে কারণে হারের অস্বস্তি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যদের। এবারের এশিয়া সফরে আগের প্রীতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল ভিনিসিয়ুস জুনিয়ররা।
একনজরে
জাপান ৩-২ ব্রাজিল
মাঠে ব্রাজিলের প্রতিপক্ষ যদি এশিয়ান কোনো দল হয়, তাহলে ফুটবল অনুরাগীরা ম্যাচের ফলটা অনুমান করে বলে দিতে পারতেন এতদিন। একবাক্যে যেকোনো ক্রীড়াপ্রেমী বিজয়ী হিসেবে ব্রাজিলের নামই বলে দিতেন- এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজ জাপান যে অঘটন ঘটিয়েছে, সেটা জানলে অবাক হবেন যে কেউ। এখন উত্তর দেওয়ার আগে দুবার ভাববেন যে কেউই। টোকিও স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর দুর্বার এক গল্প লিখে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে জাপান।
তবে প্রীতি ম্যাচটিতে অবশ্য জয়ের পথেই ছিল সেলেসাওরা। প্রথমার্ধে ২-০ লিডও নিয়ে ফেলেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তনে অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। এতে নয়া এক ইতিহাসও লিখেছে জাপানের ফুটবলাররা। মহাশক্তিধর ব্রাজিলের বিপক্ষে এই প্রথম জয় পেয়েছে তারা।
ব্রাজিলের এমন হারে ভক্ত-সমর্থকদের সঙ্গে হতবাক পুরো ফুটবল দুনিয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে এশিয়ান দলের কাছে গত ২৪ বছরে হারতে দেখেনি ফুটবল অনুরাগীরা। দুই যুগের সেই ইতিহাস নতুন করে লিখল জাপান ফুটবল টিম।
সর্বশেষ এশিয়ান কোনো টিমের কাছে ব্রাজিল হার মেনেছিল ২০০১ সালে। কনফেডারেশনস কাপে ব্রাজিলের হৃদয় ভেঙে দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু মজার তথ্য হলো, অস্ট্রেলিয়া ওই সময়ে এএফসির অধীনে খেলতো না। তারা খেলতো ওশেনিয়া অঞ্চলে। নির্ভেজাল এশিয়ান টিমের বিপক্ষে ব্রাজিল সর্বশেষ হারের তেতো স্বাদ হজম করে ১৯৯৯ সালে। প্রীতি ম্যাচটিতে হলুদ জার্সিধারীদের ১-০ গোলে ধরাশায়ী করেছিল দক্ষিণ কোরিয়া। এই হিসাবে ২৬ বছর পর এশিয়ার কোনো দলের কাছে পরাজিত হলো ব্রাজিল।
প্রথমার্ধে ব্রাজিল এগিয়ে যায় পাওলো হেনরিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে। ব্রাজিলের ডিফেন্সের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে বিরতির পর একে এক ব্রাজিলের জালে বল জড়ান তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াসে উয়েদা। আক্রমণের পর আক্রমণ চালিয়েও দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। যে কারণে হারের অস্বস্তি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যদের। এবারের এশিয়া সফরে আগের প্রীতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল ভিনিসিয়ুস জুনিয়ররা।
একনজরে
জাপান ৩-২ ব্রাজিল
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে