ইতালিয়ান সিরি’এতে চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে চলছে রোমাঞ্চকর লড়াই। তাতে জয়ের কোনো বিকল্প ছিল না ইন্টার মিলানের সামনে। এমন ম্যাচে তাদের জয়ের নায়ক হয়ে উঠলেন অধিনায়ক লাউতারো মার্টিনেজ। তার জোড়া গোলে পিসার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইন্টার মিলান। প্রতিপক্ষের মাঠে দুটি গোলই ম্যাচের দ্বিতীয়ার্ধে করেছেন লাউতারো। ৬৯ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ইন্টারের জার্সিতে পিসার বিপক্ষে ম্যাচটি ছিল লাউতারোর ২৫০তম ম্যাচ। মাইলফলকের ম্যাচটি রাঙালেন অসাধারণ এক রেকর্ডে নাম লিখিয়ে। জোড়া গোলের মধ্য দিয়ে ইতালির ভিন্ন ভিন্ন মোট ২৯টি দলের বিপক্ষে গোল করার স্বাদ পেয়েছেন লাউতারো। ইতালির লিগটিতে এত সংখ্যক ক্লাবের বিপক্ষে গোল করার ইতিহাস নেই আর কারো। আর ইন্টারের ইতিহাসে ৩৫২ ম্যাচ খেলে বিশ্বজয়ী তারকার গোল এখন ১৬৩টি। যা ক্লাবটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। আর ৯টি গোল করলেই ছাড়িয়ে যাবেন আলেসান্দ্রো বোনিনসেগনাকে, তার মোট গোল ১৭১। শীর্ষে আছেন ৪০৮ ম্যাচে ২৮৪ গোল করা জিউসেপে মেয়াজা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে লাউতারোর গোল হলো ১০টি।
এই জয়ে ১৩ ম্যাচে ৯ জয় ও চার হারে ইন্টারের পয়েন্ট ২৭। সমান ম্যাচে এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান, গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে নাপোলি। শীর্ষে থাকা মিলানের সঙ্গে ছয় নম্বরে থাকা কোমোর পয়েন্টের ব্যবধান কেবল ৪।

