ব্যালন ডি’অরের প্রতি রোনালদোর ‘ক্ষোভ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৩: ৪২

নিজের সেরা সময়ে বিভিন্ন পুরস্কারে পাওয়ার দৌঁড়ে লিওনেল মেসির সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হতো ক্রিশ্চিয়ানো রোনালদোর। তার মধ্যে ব্যালন ডি’অর অন্যতম। বনার্ঢ্য ক্যারিয়ারে এই দুজন মিলে মোট ১৩ বার ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্মানজনক পুরস্কারটি জিতেছেন।

মেসি, রোনালদোর সেই সোনালী দিন এখন অতীত। তারা দুজনই ইউরোপিয়ান ফুটবল ছেড়েছেন আরো আগেই। রোনালদোর বর্তমান ঠিকানা সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক খেলছেন মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে। নিজ নিজ ক্লাবের হয়ে তারা নিয়মিত গোল করলেও ব্যালন ডি’অরের জন্য সেসব মোটা দাগে বিবেচনা করা হয় না। সম্প্রতি ২০২৫ সালের ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সে তালিকায় জায়গা পাননি রোনালদো। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হলেন তিনি।

বিজ্ঞাপন

বিষয়টা যে ভালোভাবে নেননি- পর্তুগিজ তারকা সেটা বোঝাতেও বেশি সময় নিলেন না। মাঠের পারফরম্যান্সে ২০২৪-২৫ মৌসুমটা ভালোই গেছে রোনালদোর। সময়টাতে আল নাসরের হয়ে করেছেন ৩৫ গোল। এছাড়া পর্তুগালের জার্সিতে ৮ বার জালের দেখা পান তিনি। সবশেষ মৌসুমে দেশের হয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতেন এই ফরোয়ার্ড। এমন একটি মৌসুম শেষে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম না দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রোনালদো।

প্রাক মৌসুম প্রীতি ম্যাচে শুক্রবার (৮ আগস্ট) নিজ দেশের ক্লাব রিও আভের বিপক্ষে হ্যাটট্রিক করেন রোনালদো। ম্যাচটিতে আল নাসর জেতে ৪-০ ব্যবধানে। ম্যাচ শেষে ব্যালন ডি’অরের সম্ভাব্য পরবর্তী বিজয়ীরা নাম জানতে চাইলে রোনালদো বলেন, ‘এই পুরস্কারটা আমার কাছে মনগড়া মনে হয়।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত