টেস্ট সিরিজ শেষে একদিনের বিশ্রামে ছিল বাংলাদেশ দল। সেই বিশ্রাম কাটিয়ে আজ সকালে চট্টগ্রামে পৌঁছেছে লিটন দাসের দল। সিরিজ শুরুর একদিন আগে চট্টগ্রামে পৌঁছানো লাল-সবুজের প্রতিনিধিরা আজ করেনি অনুশীলন। বাংলাদেশের সঙ্গে চট্টগ্রামে পৌঁছে গেছে আয়ারল্যান্ড টিমও।
আগামীকাল সিরিজ শুরুর আগের দিন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুশীলন করবে। এই সিরিজ শুরুর আগে ঢাকায় বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট চলাকালে মিরপুরে অনুশীলন শুরু করেছিল টি-টোয়েন্টি দল। দ্বিতীয় টেস্টের একাদশে থাকা ক্রিকেটাররা ছাড়া সবাই ছিলেন অনুশীলনে। সে কারণেই মূলত একদিন আগে চট্টগ্রামে গিয়ে বিশ্রামে কাটিয়েছে পুরো দল।

